Bartaman Patrika
রাজ্য
 

কলকাতা ও শহরতলিতে স্বাভাবিক হচ্ছে জল-বিদ্যুৎ সরবরাহ
ছন্দে ফেরার লড়াই ঝড় বিধ্বস্ত বাংলার 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধ্বংসী ঘূর্ণিঝড় উম-পুনের প্রভাব কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কলকাতা সহ গোটা রাজ্য। ফিরছে বিদ্যুৎ, জল সহ অন্যান্য পরিষেবা। কলকাতায় গাছ কেটে রাস্তা সাফ করছে সেনা, শুরু হচ্ছে যান চলাচল। গত বুধবারের সেই মহাপ্রলয়ে একদিকে বাংলার গ্রামের পর গ্রামজুড়ে কাঁচাবাড়ি ধূলিসাৎ, সব হারিয়ে নিরাশ্রয় মানুষ আর অন্যদিকে শহরে বিদ্যুৎ, জল না থাকায় চরম ভোগান্তি। সেই জায়গা থেকে যতটা দ্রুত সম্ভব রাজ্যকে ছন্দে ফেরানোই মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চ্যালেঞ্জ। সেই ঘুরে দাঁড়ানোর কাজই চলছে যুদ্ধকালীন তৎপরতায়। গতকালই মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন। বলেছিলেন, একটু ধৈর্য ধরুন। তারপর রাতে নিজেই ছুটে যান বিদ্যুৎ সংস্থার কন্ট্রোলরুমে। পাশাপাশি, পুরসভা এবং সরকারি দপ্তরগুলিকেও নির্দেশ দেন, অসহায় মানুষকে উদ্ধার করার কাজে সক্রিয় হতে। সেই নির্দেশ মেনেই বাংলাকে দ্রুত ছন্দে ফেরানোর লড়াই শুরু করেছে প্রশাসন। রাজ্য সরকারের এক শীর্ষ আমলার কথায়, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশকে স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে। কারণ উম-পুনের তাণ্ডবে তা কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কিন্তু বাকি এলাকার বাসিন্দারা দু’তিনদিনের মধ্যেই স্বাভাবিক পরিষেবা পাবেন। নবান্নের শীর্ষ সূত্র থেকে জানা গিয়েছে, অত্যন্ত কম কাজের লোক থাকা সত্ত্বেও এদিন কলকাতার অধিকাংশ জায়গায় পড়ে থাকা গাছ কেটে ফেলা হয়েছে। তবে বিপর্যয় এবং লকডাউনের কারণে ট্রাক জোগাড়ে দেরি হচ্ছে। মঙ্গলবারের মধ্যেই সেই সমস্যা মিটিয়ে গাছ সরিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে ওড়িশা থেকে ৩০টি বিপর্যয় মোকাবিলা টিম রাজ্যে এসে গিয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সিইএসসির ২০টি দল নিরন্তর কাজ করে চলেছে। আর এই সবেতেই নজর রাখছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যেই রাজ্যের আবেদনে সায় দিয়ে কলকাতা এবং শহরতলি জুড়ে ঝড়ে ভেঙে পড়া গাছ সরানোর কাজে নেমেছে সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। জলমগ্ন অংশে পরিস্থিতি একটু একটু করে ঠিক করতে কলকাতা পুরসভাও এলাকায় এলাকায় পাম্প চালু করে জল নিষ্কাশন শুরু করেছে। পানীয় জলের পরিষেবা স্বাভাবিক করতে ছ’টি পাম্পিং স্টেশনে বসানো হয়েছে জেনারেটর। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন বলেন, বাংলাকে ছন্দে ফেরানোই এখন আমাদের একমাত্র লক্ষ্য। মুখ্যমন্ত্রী সবরকমভাবে উদ্যোগী হয়েছেন। কিন্তু এমন ভয়ঙ্কর দুর্যোগ আগে বড় একটা দেখা যায়নি। তাই সময় লাগছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
এদিন স্বরাষ্ট্রদপ্তরের তরফে দু’দফায় ট্যুইট বার্তায় জানানো হয়, সিইএসসি’র দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার দুপুরের মধ্যে শহরের বহু এলাকাতেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে। বিদ্যুৎ স্বাভাবিক সল্টলেক ও নিউটাউনেও। সিইএসসি কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, লোকবলের অভাবে সর্বত্র বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ায় একটু বিলম্ব হয়েছে, তবে সবরকমভাবে চেষ্টা করা হচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও অত্যন্ত সক্রিয়। সেই কারণে বহু এলাকায় দ্রুত বিদ্যুৎ চালু করা গিয়েছে।
এদিকে, নবান্ন সূত্রে জানা গিয়েছে, সিএসসি কর্তৃপক্ষের সঙ্গে এদিন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার কথা হয়। সিইএসসি’র তরফে জানানো হয়েছে, শহরের অধিকাংশ জায়গায় বিদ্যুৎ চলে এসেছে। একইরকমভাবে বিদ্যুৎ পর্ষদের পক্ষ থেকেও মুখ্যসচিবকে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে তৎপরতার সঙ্গে বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। ঘূর্ণিঝড়ের জন্য শুধু হাজার হাজার গাছই উল্টে পড়েনি, বৈদ্যুতিক বাতিস্তম্ভও ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্ষদ সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের জন্য মোট ২৭৩টি সাব স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে প্রায় ২১৫টি মেরামত করা সম্ভব হয়েছে। বাকিগুলিও দ্রুত মেরামতের চেষ্টা চলছে।
পাশাপাশি সেনাসূত্রে খবর, রবিবার সকাল থেকে সেনা ও এনডিআরএফের সহযোগিতায় বেহালা, টালিগঞ্জ, সাদার্ন অ্যাভিনিউ, গড়িয়াহাট, বালিগঞ্জ, বিধাননগর সহ শহরের বেশ কিছু এলাকায় ভেঙে পড়া বড় বড় গাছ কেটে সরানো গিয়েছে। ফলে যান চলাচলও শুরু হয়েছে। কলকাতা পুরসভার প্রায় ১৭ হাজার কর্মী রাস্তায় নেমে পড়েছেন পরিষেবা দিতে। জঞ্জাল সাফাই থেকে পানীয় জল, সবকিছুই সুষ্ঠভাবে দিতে ওয়ার্ডে ওয়ার্ডে তাঁরা ব্যাপকভাবে কাজ শুরু করেছেন।
 দুর্যোগের পর বন্দি চার দিন। পূর্ণ দাস রোডে।- নিজস্ব চিত্র 

25th  May, 2020
জেলায় জেলায় রেশনে ডাল দেওয়ার ব্যবস্থা
করতে কেন্দ্রীয় সংস্থা নাফেডকে চিঠি রাজ্যের 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশনের মাধ্যমে বন্টনের জন্য বিভিন্ন জেলায় ডাল পাঠানোর ব্যবস্থা করতে কেন্দ্রীয় সরকারি সংস্থা নাফেডকে চিঠি দিল রাজ্য খাদ্য দপ্তর। খাদ্য দপ্তরের পাঠানো চিঠিতে কোন জেলায় কোন গুদামে কী পরিমাণ ডাল পাঠাতে হবে তা উল্লেখ করা হয়েছে।   বিশদ

27th  May, 2020
পরিযায়ী শ্রমিকদের নিয়ে তৈরি
তথ্য-পোর্টালকে স্থায়ী রূপ দিতে চায় কেন্দ্র 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা দূর করতে কেন্দ্রীয় সরকার একটি বিশেষ অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছিল। আগামী দিনে এই প্ল্যাটফর্মের তথ্যকে বিভিন্ন বিষয়ে কাজে লাগিয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য একটি জাতীয় নীতি তৈরি করার পথে এগচ্ছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক।   বিশদ

27th  May, 2020
৪৮ ঘণ্টায় সব স্বাভাবিক করতে বৈঠক মুখ্যমন্ত্রীর
কর্মরত আড়াই লক্ষ কর্মীকে কুর্নিশ মমতার 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যকে স্বাভাবিক করতে সোমবার ঈদের ছুটির মধ্যেই জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলাশাসক এবং প্রত্যেকটি দপ্তরের প্রধান সচিবের সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সহ সিনিয়র অফিসাররাও উপস্থিত ছিলেন। বৈঠকে মুখ্যমন্ত্রী প্রত্যেককে নির্দেশ দেন, যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুতের সংযোগ ফেরাতে হবে এবং পানীয় জলের ব্যবস্থা করতে হবে।
বিশদ

26th  May, 2020
বাংলায় করোনা ভাইরাসের বলি আরও ৬ 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৪ ঘণ্টায় আরও ১৪৯ জন আক্রান্ত হলেন নোভেল করোনায়। মারা গেলেন আরও ৬ জন। এর মধ্যে কলকাতার ৪ জন রয়েছেন এবং বাকিরা উত্তর ২৪ পরগনা ও হাওড়ার। মোট এবং সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হল যথাক্রমে ৩৮১৬ ও ২১২৪ জন।   বিশদ

26th  May, 2020
বিনামূল্যে রান্নার গ্যাস দিচ্ছে কেন্দ্র,
নেননি রাজ্যের সাড়ে ৩ লক্ষ গ্রাহক 

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: লকডাউনে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় ওই সুবিধা দেওয়া হয়।   বিশদ

26th  May, 2020
পুজোর আগেই ১০ লক্ষ গৃহহীনকে বাড়ি,
নবান্নর নির্দেশে তালিকা চূড়ান্ত ৪ লক্ষের 

সঞ্জয় গঙ্গোপাধ্যায়, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ১০ লক্ষ গরিবকে বাড়ি তৈরি করে দেওয়া হবে। সেই নির্দেশ মেনে গত এক মাসে ৪ লক্ষ ২১ হাজার মানুষের তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে।   বিশদ

26th  May, 2020
বিপর্যয়ে বিবর্ণ হল খুশির
ঈদ, নামাজ বাড়িতে 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার কিছুটা বিবর্ণ পরিবেশের মধ্য দিয়ে কাটল খুশির ঈদের দিনটি। উধাও চিরপরিচিত সেই উৎসবমুখর ছবি। হল না রেড রোডের নামাজও। বেশিরভাগ মানুষই বাড়িতে থেকে নামাজ পাঠ করলেন। কারণ, মসজিদে সাধারণের প্রবেশ বন্ধ ছিল। শুনশান ছিল ঈদগাহগুলিও। বিশদ

26th  May, 2020
বিক্রি কমেছে অ্যান্টিবায়োটিকের
দূষণ কমায় পড়ে থাকছে ইনহেলারও 

বিশ্বজিৎ দাস, কলকাতা: দু’মাসের বেশি হয়ে গেল লকডাউন চলছে। এখনও বহু চিকিৎসকের চেম্বার বন্ধ। হাসপাতালে জরুরি ছাড়া অন্য চিকিৎসা প্রায় বন্ধ। পাশাপাশি ভয়ে রেস্তরাঁয় খাওয়াদাওয়া করছেন না অনেকে।   বিশদ

26th  May, 2020
লকডাউনেও রাজ্যে ৬ লক্ষের বেশি
ব্যাঙ্ক অ্যাকাউন্টে এল কন্যাশ্রীর টাকা  

সুমন তেওয়ারি, আসানসোল: করোনা ও উম-পুনের দাপটে বিধ্বস্ত বাংলায় বহু পরিবারকে ভরসা জোগাচ্ছে কন্যাশ্রীর টাকা। লকডাউনে বিপর্যস্ত অর্থনীতির মধ্যেও ৬ লক্ষের বেশি কন্যাশ্রীর অ্যাকাউন্টে এল রাজ্য সরকারের দেওয়া এক হাজার টাকা।  বিশদ

25th  May, 2020
রাজ্যে সক্রিয় আক্রান্তের
সংখ্যা ২ হাজার ছাড়াল 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৪ ঘণ্টায় আরও ২০৮ জন আক্রান্ত হলেন করোনায়। রাজ্যে সক্রিয় আক্রান্ত ও মোট আক্রান্তের সংখ্যা হল যথাক্রমে ২ হাজার ৫৬ এবং ৩ হাজার ৬৬৭। কলকাতার দু’জন এবং হুগলির একজন বাসিন্দা এদিন করোনায় মারা যাওয়ায় এই রোগে মৃতের সংখ্যা বেড়ে হল ২০০।   বিশদ

25th  May, 2020
বিধ্বস্ত এলাকার সামগ্রিক অবস্থা জানতে
উপগ্রহ চিত্রের সাহায্য নিচ্ছে রাজ্য পুলিস

শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা, উম-পুন বিধ্বস্ত এলাকার অবস্থা জানতে উপগ্রহ চিত্রের সাহায্য নিচ্ছে রাজ্য পুলিস। যাতে তার মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে স্পষ্ট ধারণা করা সম্ভব হয়। এর ভিত্তিতে কোনও এলাকায় ত্রাণ থেকে শুরু করে কী কী কাজ জরুরি, তা নির্দিষ্ট করতে চাইছেন পুলিস কর্তারা।  বিশদ

25th  May, 2020
মমতার প্রস্তাব মেনে বিমান চালু ২৮ মে 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবই মেনে নিল কেন্দ্র। মুখ্যসচিব রাজীব সিনহা চিঠি দেওয়ার পরই রাজ্যের অনুরোধ মেনে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, সোমবার থেকে রাজ্যে বিমান চলবে না।  বিশদ

25th  May, 2020
৬৫ ঊর্ধ্ব বিধায়কদের স্থায়ী কমিটির
বৈঠকে আনা নিয়ে চিন্তায় অধ্যক্ষ 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী মাস থেকেই বিধানসভার বিভিন্ন স্থায়ী কমিটির বৈঠক ধাপে ধাপে শুরু করার কথা চিন্তা করছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তবে করোনা আবহে সরকারি বিধিনিষেধ তাঁকে ভাবনায় ফেলেছে।  বিশদ

25th  May, 2020
অনেক বড় বিপর্যয়, সরকারকে
একটু সময় দিন, আর্জি মমতার

সঞ্জয় গঙ্গোপাধ্যায়, কাকদ্বীপ: অনেক বড় বিপর্যয় ঘটে গিয়েছে। সরকারকে একটু সময় দিন। সরকার আপনাদের পাশে আছে। অধৈর্য হবেন না, সাধারণ মানুষের কাছে এই আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার আকাশপথে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করে কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকের পরই মুখ্যমন্ত্রী গত কয়েকদিনের বিদ্যুৎ সঙ্কট নিয়ে বলেন, গত বছর ওড়িশায় ফণী আছড়ে পড়েছিল। দেড় মাস ওখানে বিদ্যুৎ সঙ্কট ছিল। এখন করোনার জন্য বহু জায়গায় মাত্র ২৫ থেকে ৩০ শতাংশ কর্মী কাজ করছেন। লকডাউনের জন্য অনেকে কাজে আসতে পারছেন না। কাকদ্বীপ থেকে ফিরে নবান্নেও তিনি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে বলেন, এটা জাতীয় বিপর্যয়। এর ফলে বহু জেলাতেই বিদ্যুতের পোল উল্টে গিয়েছে, তার ছিঁড়ে গিয়েছে, কিন্তু কর্মীর অভাবে দ্রুত সংযোগ ফিরিয়ে আনা যাচ্ছে না। এটা নিয়ে রাজনীতি করবেন না। যাঁরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, তাঁদের সমস্যাটা অনুভব করতে পারছি।
বিশদ

24th  May, 2020

Pages: 12345

একনজরে
  নয়াদিল্লি, ২৮ মে: কর্মীরা করোনায় আক্রান্ত হয়ে পড়ায় তামিলনাড়ুতে উৎপাদন কেন্দ্র বন্ধ করল মোবাইল প্রস্তুতকারী সংস্থা নোকিয়া। তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরের ওই প্ল্যান্টে গত সপ্তাহ থেকেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে দেশের মধ্যে শীর্ষে থাকা মহারাষ্ট্র সহ পাঁচ রাজ্য থেকে ২০ হাজারের বেশি পরিযায়ী শ্রমিকদের নিয়ে বৃহস্পতিবার ফিরল ১৬টি স্পেশাল ট্রেন। এর মধ্যে ন’টি ট্রেনে চেপে ১০ হাজারের বেশি পরিযায়ী শ্রমিক ফিরলেন মহারাষ্ট্র ...

অলকাভ নিয়োগী, বর্ধমান: করোনা ভাইরাসের সংক্রমণে যখন গোটা রাজ্য আতঙ্কিত, তখন ‘মড়ার উপর খাড়ার ঘা’য়ের মতো ব্যাপক ক্ষয়ক্ষতি করে দিয়ে গিয়েছে সুপার সাইক্লোন উম-পুন। ...

সংবাদদাতা, দিনহাটা: করোনা সংক্রমণ ঠেকাতে দিনহাটা মহকুমা হাসপাতালে এবার আইসোলেশন ওয়ার্ড চালুর উদ্যোগ নিল কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তর। জুন মাসের মধ্যেই ১৫-২০টি বেডের আইসোলেশন ওয়ার্ড করা হবে।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যায় সাফল্যও হতাশা দুই বর্তমান। নতুন প্রেমের সম্পর্ক গড়ে উঠবে। কর্মপ্রার্থীদের শুভ যোগ আছে। কর্মক্ষেত্রের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৬৫—প্রবাসী, মডার্ন রিভিউয়ের প্রতিষ্ঠাতা ও সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্ম।
১৯৫৩—প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করলেন তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি
১৯৫৪—অভিনেতা পঙ্কজ কাপুরের জন্ম।
১৯৭২—অভিনেতা পৃথ্বীরাজ কাপুরের মৃত্যু।
১৯৭৭—ভাষাবিদ সুনীতি চট্টোপাধ্যায়ের মৃত্যু।
১৯৮৭—ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিংয়ের মৃত্যু।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৫.০১ টাকা ৭৬.৭৩ টাকা
পাউন্ড ৯১.৩২ টাকা ৯৪.৫৭ টাকা
ইউরো ৮১.৯৯ টাকা ৮৫.০৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

১৫ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৯ মে ২০২০, শুক্রবার, সপ্তমী ৪২/২৯ রাত্রি ৯/৫৬। অশ্লেষানক্ষত্র ৫/৫ দিবা ৬/৫৮। সূর্যোদয় ৪/৫৬/৬, সূর্যাস্ত ৬/১১/৫৫। অমৃতযোগ দিবা ১২/০ গতে ২/৩৯ মধ্যে। রাত্রি ৮/২১ মধ্যে পুনঃ ১২/৩৮ গতে ২/৪৭ মধ্যে পুনঃ ৩/৩০ গতে উদয়াবধি। বারবেলা ৮/১৫ গতে ১১/৩৪ মধ্যে। কালরাত্রি ৮/৫২ গতে ১০/১৩ মধ্যে।
১৫ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৯ মে ২০২০, শুক্রবার, সপ্তমী রাত্রি ৭/৩। মঘানক্ষত্র রাত্রি ৩/৩৬। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৪। অমৃতযোগ দিবা ১২/৪ গতে ২/৪৫ মধ্যে এবং রাত্রি ৮/২৭ মধ্যে ও ১২/৪০ গতে ২/৪৮ মধ্যে ও ৩/৩০ গতে ৪/৫৬ মধ্যে। বারবেলা ৮/১৫ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৫৪ গতে ১০/১৪ মধ্যে।
৫ শওয়াল

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে
১৮৬৫—প্রবাসী, মডার্ন রিভিউয়ের প্রতিষ্ঠাতা ও সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্ম।১৯৫৩—প্রথম এভারেস্ট ...বিশদ

07:03:20 PM

১৬ জুন খুলছে দক্ষিণেশ্বর মন্দির 

09:55:50 PM

নিয়ামতপুরে অস্ত্র কারখানার হদিশ 
লকডাউন এর মধ্যেই কুলটি থানার নিয়ামতপুরে অস্ত্র কারখানার হদিশ পেল ...বিশদ

09:38:00 PM

১ জুন খুলছে না বেলুড় মঠ 
করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় ১ জুন থেকে খুলছে না ...বিশদ

09:23:02 PM

দিল্লিতে ভূমিকম্প অনুভূত, রিখটার স্কেলে মাত্রা ৪.৬

09:16:00 PM

রাজ্যপালের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের 
রাজ্যের করোনা পরিস্থিতি, উম-পুন পরবর্তী অবস্থা ও পরিযায়ী শ্রমিক ইস্যু ...বিশদ

08:55:00 PM