উচ্চবিদ্যার ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-প্রণয়ে নতুনত্ব আছে। কর্মরতদের ... বিশদ
সূত্রের খবর, অষ্টমীর দিন, শনিবার মারা যান ডাঃ দিলীপ বিশ্বাস নামে ইএসআই-এর এক প্রাক্তন অ্যাডমিনিস্ট্রেটিভ মেডিক্যাল অফিসার। বারাসতের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৬৫। একাদশীর দিন মঙ্গলবার ভোরে মৃত্যু হল ডাঃ অমল রায় নামে সিউড়ি জেলা হাসপাতালের এক জনপ্রিয় মেডিসিন বিশেষজ্ঞের। বয়স ৫৬। সূত্রের খবর, ১৮ অক্টোবর করোনা আক্রান্ত অমলবাবুকে বোলপুরের একটি কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ তারিখ রাতে পাঠানো হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে করোনার চিকিৎসা চলাকালীন মানসিক কিছু সমস্যা দেখা দেওয়ায় পরদিনই মেদিনীপুরে নিজের বাড়িতে আনা হয়। সেখানে অক্সিজেন, অ্যান্টিবায়োটিক ইত্যাদি দিয়ে চিকিৎসা চলছিল। সোমবার রাতে হঠাৎই অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। ভোর সাড়ে পাঁচটা নাগাদ মৃত্যু হয়। এদিনই বেহালার জেনারেল ফিজিশিয়ান ডাঃ শৈবাল দাশগুপ্তের মৃত্যু হয়েছে করোনায়। কলকাতা মেডিক্যাল কলেজ কোভিড হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি। ডব্লুবিডিএফ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি হয়েছেন ৬৪ জন চিকিৎসক। এদিকে বিধাননগরের কংগ্রেস নেতা কুণাল মজুমদারের মৃত্যু হয়েছে করোনায়। নোয়াপাড়ার বিজেপি বিধায়ক সুনীল সিং আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে টানা চিকিৎসা চলার পর রবিবার করোনা জয় করে এম আর বাঙ্গুর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী। তাঁর স্ত্রীও সুস্থ হয়ে ফিরেছেন।