উচ্চবিদ্যার ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-প্রণয়ে নতুনত্ব আছে। কর্মরতদের ... বিশদ
গরিব কল্যাণ অন্ন যোজনা লকডাউনের পর কেন্দ্রীয় সরকার চালু করে। এপ্রিল থেকে জুন, প্রথমে এই তিন মাসের জন্য প্রকল্পটি চালু করা হয়। পরে তা নভেম্বর মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। এই প্রকল্পে প্রথমে রাজ্যের জন্য মাসে ৩ লাখ টন চাল দেওয়া হচ্ছিল। দ্বিতীয় দফায় সম পরিমাণে চাল ও গম দেওয়া হচ্ছে। প্রথমে পরিবারপিছু এক কেজি করে ডাল বরাদ্দ ছিল। পরে তা ছোলা করা হয়েছে। রাজ্যে এক মাস দেরিতে প্রকল্পটি চালু হয়েছে। তাই ডিসেম্বর পর্যন্ত এটি চালু থাকবে। কিন্তু কেন্দ্র বরাদ্দ ছাঁটাই করলে ওই ঘাটতি পূরণ কীভাবে হবে, সেটাই এখন বড় প্রশ্ন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, কিছু গ্রাহক প্রাপ্য থেকে বঞ্চিত হলে তাঁরা বিক্ষোভের মুখে পড়তে পারেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্য সরকার আগামী জুন পর্যন্ত রেশনে বিনা পয়সায় চাল-গম দেবে। এতে জাতীয় প্রকল্পের গ্রাহকরা তাঁদের স্বাভাবিক বরাদ্দ বিনা পয়সায় পেয়ে যাবেন। কিন্তু বিনা পয়সায় অতিরিক্ত বরাদ্দ, যা গত মে মাস থেকে চলছে, বন্ধ হয়ে যাবে যদি কেন্দ্রীয় সরকার গরিব কল্যাণ প্রকল্পটির সময়সীমা আর বৃদ্ধি না করে।