পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
একদিনের সিরিজে পাকিস্তানের সামনে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে অফ স্পিনার সলমন সাগার ঘূর্ণিতে তছনছ হয়েছে তারা। স্পিন খেলার চিরকালিন দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। লাল বলের লড়াইয়ে বদলা নিতে মুখিয়ে হোমটিম। নেলসন ম্যান্ডেলার দেশে পাকিস্তানের রেকর্ড অত্যন্ত খারাপ। ১৫টি ম্যাচের মধ্যে এক ডজন টেস্টেই হেরেছে তারা। জয়ের সংখ্যা মাত্র ২। এবার চাকা ঘোরাতে বদ্ধপরিকর কোচ আকিব জাভেদ। প্রাক্তন পেসার চোরাবালির উপর দাঁড়িয়ে। মিকি আর্থার, জেসন গিলেসপিদের উপর ভরসা হারিয়ে অবশেষে ঘরের ছেলের কাঁধে দায়িত্ব চাপিয়েছে পাক বোর্ড। কিন্তু আকিব জানেন, ব্যর্থ হলে ছাঁটাই হতে সময় লাগবে না। তার উপর শাহিন আফ্রিদির বাদ পড়াও বিস্ময়কর। সেঞ্চুরিয়নে নাসিম আলিদের কঠিন পরীক্ষা।