ম্যাঞ্চেস্টার: শেষ ১২ ম্যাচে ৯টি হার। দীর্ঘ কোচিং কেরিয়ারে সবচেয়ে খারাপ ক্রিসমাস কাটালেন পেপ গুয়ার্দিওলা। তবে টানা হারের ধাক্কা কাটিয়ে বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে এভার্টনের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ম্যাঞ্চেস্টার সিটি। ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সপ্তম স্থানে রয়েছেন সিটিজেনরা। শীর্ষে থাকা লিভারপুলের থেকে ১২ পয়েন্টে পিছিয়ে তারা। তাই খেতাব জয়ের স্বপ্ন ভুলে আপাতত দলকে জয়ের সরণিতে ফেরানোই লক্ষ্য কোচ পেপের। আর তেমনটা হলে, বড়দিনে ম্যান সিটি অনুরাগীদের কাছে সেটাই হবে সবচেয়ে বড় উপহার। গুয়ার্দিওলাও দলকে ছন্দে ফেরাতে মরিয়া। তাই মনঃসংযোগ বাড়াতে বড়দিনে অনুশীলন শেষে ট্রেনিং গ্রাউন্ডের কক্ষেই রাত কাটালেন ফুটবলাররা। আসলে, বুধবার সকালে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে বিকালে এভার্টন ম্যাচের প্রস্তুতিতে নামেন হালান্ডরা। অনুশীলন শেষে সেখানেই ডিনার টেবিলে ফুটবলারদের সঙ্গে টিম মিটিং সারেন কোচ পেপ। ২০১৪ সালে প্রথমবার ম্যান সিটি শিবিরে এমনটা ঘটেছিল। ট্রেনিং গ্রাউন্ডের কক্ষতলে অবশ্য ফুটবলারদের থাকার জন্য ৮০টি বেডের ব্যবস্থা রয়েছে।
দিনের অপর ম্যাচে উলভসের মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গত ম্যাচে ঘরের মাঠে বোর্নমাউথের কাছে হারের মুখ দেখে রুবেন আমোরিমের ছেলেরা। সেই ধাক্কা কাটিয়ে প্রিমিয়ার লিগে জয়ে ফেরাই লক্ষ্য লাল ম্যাঞ্চেস্টারের।