পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
শেষ ম্যাচে ঘরের মাঠে নর্থইস্টের কাছে পাঁচ গোল খেয়েছে হায়দরাবাদ। ১২ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ইস্ট বেঙ্গলের পরেই রয়েছে তারা। তবে প্রতিপক্ষকে হালকা ভাবে নিচ্ছেন না কোচ ব্রুজোঁ। আটঘাট বেঁধেই চারমিনারের শহরে পা রাখছে মশাল বাহিনী। বুধবার অনুশীলনের আগে বেশ কিছুক্ষণ ড্রেসিং রুমে ফুটবলারদের সঙ্গে কথা বলেন স্প্যানিশ কোচ। এরপর শুরু অনুশীলন। দৌড়, স্ট্রেচিং ও পাওয়ার ট্রেনিংয়ের করে মাঠ ছাড়লেন দিয়ামানতাকোস, নন্দকুমার, বিষ্ণু। সূত্রের খবর, নিছকই বিশ্রাম দেওয়ার জন্য অনুশীলন থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁদের। আসলে লাল-হলুদে গোল করার ফুটবলারের অভাব। তাই চোটপ্রবণ গ্রিক স্ট্রাইকারকে তুলোয় মুড়ে রাখছে ম্যানেজমেন্ট। আর নন্দ ও বিষ্ণু টানা ম্যাচ খেলছেন। ক্লান্তি এড়াতেই তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে।
কার্ড সমস্যায় হায়দরাবাদ ম্যাচে হেক্টর ইউস্তেকে পাবেন না কোচ ব্রুজোঁ। গত দু’টি ম্যাচে ব্লকার পজিশনে খেলা আনোয়ার আলিকে তাই ডিপ ডিফেন্সে ফেরাচ্ছেন স্প্যানিশ কোচ। এদিন মাঠ ছাড়ার সময় আনোয়ার বলেন, ‘দলের প্রয়োজনে যে কোনও জায়গায় খেলতে রাজি। যে পজিশনেই কোচ খেলাবেন সেরাটা মেলে ধরব। কারণ জিততে আমাদের হবেই।’ একই মত শৌভিকের। বঙ্গসন্তানের সংযোজন, ‘ফিরে তাকানো চলবে না। তাই ধারাবাহিকতা বজায় রাখতে হলে তিন পয়েন্ট চাই চাই।’ গত আইএসএলে হোম ও অ্যাওয়ে, দু’টি ম্যাচেই হায়দরাবাদকে হারায় ইস্ট বেঙ্গল। এবার পরিস্থিতি অনেকটাই আলাদা। ম্যাচ জিতলে নতুন বছরে তা বাড়তি অক্সিজেনের কাজ করবে।