পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
আইএসএলে টানা আট ম্যাচে অপরাজিত ছিল মোহন বাগান। গোয়ার বিরুদ্ধে থামে সেই দৌড়। তার উপর মোলিনার সাজানো বাগানে হঠাৎ কাঁটা হয়ে দাঁড়িয়েছে একের পর এক চোট আঘাত। এমন পরিস্থিতিতে পাঞ্জাবের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াইটা সহজ হবে না। প্রতিকূলতার মধ্যেও বৃহস্পতিবার জয়ের সরণিতে ফিরতে মরিয়া মোলিনা ব্রিগেড। এই প্রসঙ্গে বাগান কোচের মন্তব্য, ‘আমার হাতে একাধিক বিকল্প রয়েছে। তাই কোনও নির্দিষ্ট ফর্মেশনে সীমাবদ্ধ থাকতে চাই না। পরিস্থিতি বুঝে চূড়ান্ত দল নির্বাচন করব।’ দিমিত্রি-স্টুয়ার্টদের অনুপস্থিতিতে মাঝমাঠে বাড়তি দায়িত্ব নিতে হবে সাহাল আব্দুল সামাদকে। উইং থেকে কাট করে দূরপাল্লার শটে প্রতিপক্ষ গোলরক্ষককে চ্যালেঞ্জ জানাতে তৈরি লিস্টন। তবে মনবীর যদি একান্তই খেলতে না পারেন, সেক্ষেত্রে ম্যাকলারেনের সঙ্গে কামিংসকে শুরু থেকে রেখে জোড়া স্ট্রাইকারের পথে হাঁটতে পারেন মোলিনা।
ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে চোট পেয়ে ছিটকে গিয়েছেন পাঞ্জাবের নির্ভরযোগ্য ডিফেন্ডার ইভান নোভোসেলেস। এছাড়া গত ম্যাচে লাল কার্ড দেখায় বৃহস্পতিবার নেই খাইমিনথাং লুঙ্গডিম। প্রতিপক্ষ রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে শুরুতে গোল তুলে নিতে চাইবেন ম্যাকলারেনরা। কোচ মোলিনা অবশ্য পাঞ্জাবকে হাল্কাভাবে নিতে নারাজ। তাঁর কথায়, ‘প্রতিটি বিভাগেই ওদের একাধিক ভালোমানের ফুটবলার রয়েছে। উইং থেকে দ্রুত আক্রমণ তুলে আনতে দক্ষ। তাই সতর্ক থাকতে হবে।’
চলতি মরশুমে ডুরান্ড কাপে শেষবার মুখোমুখি হয়েছিল দু’দল। নির্ধারিত সময়ে ৩-৩ গোলে শেষ হয় ম্যাচ। তবে পেনাল্টি শুট-আউটে শেষ হাসি হাসে মোলিনা ব্রিগেড। আইএসএলের লড়াইকে অবশ্য পুরোপুরি ভিন্ন হিসেবেই দেখছেন বাগান কোচ। ঘরের মাঠে মোহন বাগানকে চ্যালেঞ্জ জানাতে তৈরি পাঞ্জাব। কোচ প্যানাজিওটিস ডিলম্পেরিসের কথায়, ‘শুরুটা দারুণ করেও গত দু’টি ম্যাচে হেরে প্রথম ছয়ে জায়গা হারিয়েছি আমরা। তাই প্লে-অফের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হবে।’
(ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০। সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।)