পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
তেলেঙ্গানার কৃত্রিম ঘাসের মাঠে বাংলা বনাম ওড়িশা ম্যাচ শুরু দুপুর ২-৩০ মিনিটে। দুপুরে টার্ফে খেলা বেশ কষ্টকর। দ্বিতীয়ার্ধে ফিটনেসে টান পড়তে পারে। তার উপর টানা ম্যাচ খেলার ধকল তো রয়েইছে। তাই শুরুতে প্রেসিং ফুটবলের ঝড় চায় বাংলা টিম ম্যানেজমেন্ট। রবি হাঁসদা, ইসরাফিল দেওয়ান, নরহরি শ্রেষ্ঠাদের উপস্থিতিতে আক্রমণভাগ বেশ ব্যালান্সড। তবে চোটের কারণে সার্ভিসেস ম্যাচের গোলদাতা বাসুদেব মান্ডি নেই। বাংলার কোচ অবশ্য তা নিয়ে ভাবতে রাজি নন। সঞ্জয় সেনের সোজাসাপ্টা মন্তব্য, ‘ফুটবলে চোট আঘাত থাকে। বাকিরা নিশ্চয়ই যোগ্যতা প্রমাণ করবে।’ প্রতিপক্ষ ওড়িশা এবারের কালো ঘোড়া। শক্তিশালী গোয়াকেও হারিয়েছে তারা। শুরুতে বাংলার চাপ সামলে প্রতি আক্রমণই তাদের লক্ষ্য। এই ধরণের ম্যাচে দ্রুত গোল না হলে ক্রমশ ধৈর্য হারাবে প্রতিপক্ষ। বাংলাকে ভুলের ফাঁদে জড়িয়ে বাজিমাত করতে চায় ওড়িশা।
(ম্যাচ শুরু দুপুর ২-৩০ মিনিটে।)