দুবাই: অস্ট্রেলিয়া সফরে গতির বিস্ফোরণ ঘটিয়েছেন যশপ্রীত বুমরাহ। ব্রিসবেনে তৃতীয় টেস্টে ৯৪ রান দিয়ে পেয়েছিলেন ৯টি উইকেট। সেই সুবাদে আইসিসি র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় এক লাফে ১৪ ধাপ উপরে উঠে এসেছেন তিনি। ৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে বুমবুম এখন শীর্ষে, যা তাঁর কেরিয়ারের সেরা। ভারতীয় বোলারদের মধ্যে এতদিন সবচেয়ে বেশি রেটিং পয়েন্টের রেকর্ড ছিল রবিচন্দ্রন অশ্বিনের দখলে। ২০১৬ সালে প্রাক্তন এই তারকা স্পিনারও ৯০৪ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন। তাঁকে স্পর্শ করলেন বুমরাহ। র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা (৮৫৬)। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে অস্ট্রেলিয়ার দুই তারকা পেসার জস হ্যাজলউড (৮৫২) এবং ক্যাপ্টেন প্যাট কামিন্স (৮২২)। প্রথম দশে রয়েছেন আরও দুই ভারতীয়। পঞ্চম স্থানে রবিচন্দ্রন অশ্বিন (৭৮৯) এবং দশ নম্বরে রবীন্দ্র জাদেজা (৭৮২)।
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে ট্রাভিস হেড। সেই কারণে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় তিনি উঠে এলেন চতুর্থ স্থানে। পিছনে ফেললেন যশস্বী জয়সওয়ালকে। শীর্ষে আছে ইংল্যান্ডের জো রুট। দ্বিতীয় স্থানে তাঁর সতীর্থ হ্যারি ব্রুক। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন তৃতীয় স্থান দখলে রাখতে সফল। প্রথম দশে নেই আর কোনও ভারতীয় ব্যাটসম্যান। বিরাট কোহলি ২১ নম্বরে এবং ৩৫ নম্বর স্থানে রয়েছেন রোহিত শর্মা। অলরাউন্ডারদের তালিকায় অবশ্য শীর্ষস্থান দখলে রেখেছেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স প্রথম দশে জায়গা পেয়েছেন।