পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
এদিকে, হেডকে এবার প্রশংসায় ভরালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা ভারতের কোচ গ্রেগ চ্যাপেল। তিনি বলছেন, ‘এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান। চলতি সিরিজে ওর ব্যাটিং মুগ্ধ করেছে আমাকে। এমন ভয়ডরহীন ইনিংস খুব কম দেখেছি। বুমরাহর আনঅর্থোডকস অ্যাকশনের কারণে অনেক ব্যাটসম্যানই ভিরমি খাচ্ছে। ওর বলের গতিও সমস্যায় ফেলছে। এক্ষেত্রে ট্রাভিস হেড ব্যতিক্রমী। বুমরাহকে পর্যন্ত রেয়াত করেনি। বরং পাল্টা আক্রমণে ভুরি ভুরি রান করেছেন। এমন প্রতিভাবান ব্যাটসম্যান খুব কম দেখা যায়। সব ফরম্যাটেই একই ভঙ্গিতে খেলে। সেই কারণে আমার চোখে ট্রাভিস এখন বিশ্বের সেরা ব্যাটসম্যান।’