পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
কৃত্রিম ঘাসের মাঠে টানা ম্যাচ খেলা বেশ কঠিন। খুচরো চোট আঘাত হতে বাধ্য। বাংলাও তার ব্যতিক্রম নয়। আদিত্য পাত্র, বাসুদেব মান্ডি, মনোতোষে মাঝির হালকা চোট। বাংলার কোচ অবশ্য কোনও অজুহাতে বিশ্বাসী নন। তাঁর বক্তব্য, ‘আমরা সূচি অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। ফুটবলারদের ফিট রাখার জন্য রোটেশন পদ্ধতি অনুসরণ করা হয়েছে। ট্রফির কাছে এসে ক্লান্তি ও চোট নিয়ে ভাবছি না।’ সন্তোষ ট্রফিতে বাংলা ৩২ বারের চ্যাম্পিয়ন। কিন্তু গত কয়েক বছর ব্যর্থতা ছাড়া কিছুই জোটেনি কপালে। গত মরশুমে গ্রুপ লিগ থেকে ছিটকে যাওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। চলতি মরশুমে সঞ্জয়ের হাত ধরেই খেতাব জয়ের স্বপ্ন দেখছে গোটা দল।