নয়াদিল্লি: প্যারিস ওলিম্পিকসে দেশকে গর্বিত করেছেন মানু ভাকের। শ্যুটিংয়ে তাঁর জোড়া ব্রোঞ্জ জয়ের স্মৃতি অনুরাগীদের মনে টাটকা। মানুষের হৃদয় জিতলেও খেলরত্ন সম্মান পাচ্ছেন না মানু। তা নিয়ে বিতর্কে সরগরম রাজধানী। সূত্রের খবর, হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং ছাড়াও প্যারালিম্পিকসের হাইজাম্প ইভেন্টে সোনাজয়ী প্রবীণ কুমার খেলরত্ন সম্মান পাবেন। কিন্তু মানু কেন নয়? মঙ্গলবার নীরবতা ভেঙে তারকা শ্যুটারের মন্তব্য, ‘হয়তো আমার তরফ থেকেই কোনও ত্রুটি হয়েছে। নিয়মমাফিক আবেদন করা যায়নি।’ মানুর বক্তব্যে অভিমান লুকিয়ে রয়েছে কীনা তা নিয়েও জল্পনা অব্যাহত। উল্লেখ্য, খেলরত্ন সম্মান প্রাপকদের নাম বেছে নেওয়ার জন্য নির্দিষ্ট কমিটি রয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে হয়। এছাড়া কমিটি চাইলে কোনও ক্রীড়াবিদকে মনোনয়নের আওতায় আনতেও পারে।
চার বছর আগে অর্জুন পুরস্কার পান মানু। প্যারিসে দুরন্ত সাফল্যের পর অনেকেই নিশ্চিত ছিলেন এবার খেলরত্নও তিনিই পাবেন। কিন্তু বিধি বাম। মানুর ভাগ্য শিকে ছিঁড়ল না। যদিও বেগতিক বুঝে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা শুরু হয়েছে। কমিটির দাবি এখনও কিছুই চূড়ান্ত নয়। তবে মানুর পরিবার ও কোচ যশপাল রানা বেশ হতাশ। তারকা শ্যুটার অবশ্য হাল ছাড়তে নারাজ। মানুর মন্তব্য, ‘সেরা পারফরম্যান্স উজাড় করে দিতে হবে।’ নিজেও জানেন পারফর্মারের কেরিয়ারে সাফল্যই শেষ কথা।