পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
মঙ্গলবার ভারতকে টানলেন হারলিন। তিন নম্বরে নেমে ১০৩ বলে তাঁর ১১৫ রানে ছিল ১৬টি বাউন্ডারি। উল্লেখ্য, এটাই ৫০ ওভারের ফরম্যাটে দেশের হয়ে ২৬ বছর বয়সির প্রথম শতরান। তিনি ছাড়াও রান পান প্রতিকা রাওয়াল (৭৬), স্মৃতি মান্ধানা (৫৩), জেমাইমা রডরিগেজ (৫২)। ক্যাপ্টেন হরমনপ্রীত কাউরের সংগ্রহ ২২। রিচা ঘোষ অপরাজিত থাকেন ১৩ রানে। ভারতীয় বোলারদের মধ্যে নজর কাড়েন প্রিয়া মিশ্র (৩-৪৯),প্রতিকা রাওয়াল (২-৩৭), দীপ্তি শর্মা (২-৪০) ও তিতাস সাধু (২-৪২)।