পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
অ্যাওয়ে ম্যাচ খেলতে শুক্রবার নিজামের শহরে পৌঁছবে ইস্ট বেঙ্গল। প্রতিপক্ষ কেমন? টেলিভিশনে হায়দরাবাদ বনাম নর্থইস্ট ম্যাচ দেখে পরিকল্পনা কষছেন স্প্যানিশ কোচ। ফুটেজ কাটাছেঁড়া চলছে নিরন্তর। দৌড় আর ফিটনেস প্রতিপক্ষের সম্পদ। তবে রক্ষণ পোক্ত নয়। ১২ ম্যাচে এখনও অবধি ২৫ টি গোল খেয়েছে তারা, যা চলতি টুর্নামেন্টে সর্বাধিক। দুই উইং ব্যাক ক্রমাগত ওভারল্যাপে আসায় ফাঁকা জায়গা তৈরি হয়। অন্যদিকে অস্কারের হাতে বিষ্ণু, নন্দ, নাওরেম মহেশের মতো উইং-হাফ রয়েছেন। হায়দরাবাদ ডিফেন্সের দুর্বলতা কাজে লাগানোই স্প্যানিশ কোচের লক্ষ্য। এই ধরণের ম্যাচে দ্রুত লক্ষ্যভেদ জরুরি। অন্যথায় সময় গড়ানোর সঙ্গে চাপ বাড়বে দলের উপর। অ্যাওয়ে ম্যাচেও আক্রমণাত্মক ফুটবলের স্ট্র্যাটেজি বদলাতে নারাজ ব্রুজোঁ। দিয়ামানতাকোস, বিষ্ণু গোল পাচ্ছেন। মাধি তালালের ডামির ভূমিকায় ক্লেটনও ঝলমলে। তবে ব্রাজিলিয়ান ফুটবলার গোলের কাছে পৌঁছলেও লক্ষ্যভেদ এখনও অধরা। তা নিয়ে অহেতুক মাথা ঘামাতে নারাজ ক্লেটন । তাঁর মন্তব্য, ‘চেষ্টা করছি। আশা করি ভাগ্য সঙ্গ দেবে। তবে নিজের গোল নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। বরং দলের জয়টাই আসল। হায়দরাবাদকে হাল্কাভাবে নেওয়ার কোনও জায়গা নেই। জয়ের জন্য দ্রুত গোল তুলে নিতে হবে।’ এদিকে, চোটের কারণে মহম্মদ রাকিপকে পাবেন না অস্কার। কার্ড সমস্যায় নেই হেক্টর ইউস্তে। তাঁর জায়গায় আনোয়ারের স্টপারে খেলার সম্ভাবনা। উইং ব্যাকে প্রভাত লাকরা বা নিশু কুমারের মধ্যে একজনকে খেলানো হবে।