পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
ডনের দেশে এই সিরিজে সেরা ছন্দের ধারেকাছে নেই পন্থ। পারথ, অ্যাডিলেড ও ব্রিসবেন টেস্টে তাঁর রানগুলো এমন— ৩৭, ১, ২১, ২৮, ও ৯ । অনেক ক্ষেত্রে ক্রিজে সেট হয়ে গিয়েও বড় রান পাননি তিনি। আসলে অ্যাটাকিং ব্যাটিং পন্থের ইউএসপি। অ্যাডিলেডে ব্যাট করতে নেমে প্রথম বলেই বোল্যান্ডের বিরুদ্ধে পিচ থেকে বেরিয়ে এসে শট নিয়েছিলেন। গাভাসকর সেই প্রসঙ্গ টেনেই এদিন বলেন, ‘শুরুতে উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সময় প্রয়োজন ঋষভের। বোলাররা কী করতে চাইছে তা বুঝতে হবে। কারণ কামিন্সরা ওকে কোনাকুনি আক্রমণ করছে। যার ফলে শট খেলতে সমস্যায় পড়তে হচ্ছে ওকে। প্রথম আধঘণ্টা ক্রিজে কাটিয়ে দিতে পারলে এর সমাধান নিজেই বের করতে পারবে ও।’