মেলবোর্ন: গত রবিবার প্র্যাকটিসে চোট পেয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। হাঁটুতে ব্যান্ডেজ জড়াতে হয়েছিল। তা দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছিল, মেলবোর্নে বক্সিং ডে টেস্টে হিটম্যান কি মাঠে নামবেন? সেই জল্পনার অবসান ঘটালেন রোহিত নিজেই। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘হাঁটু ঠিক আছে। চিন্তার কিছু নেই।’ যার অর্থ চতুর্থ টেস্টে খেলবেন রোহিত। তবে কত নম্বরে তিনি ব্যাট করবেন তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। শেষ দু’টি টেস্টে তিনি ছ’নম্বরে ব্যাট করেন। তবে প্রত্যাশার ধারেকাছে পৌঁছতে পারেননি। গত কয়েক বছর ধরে তিনি ওপেন করেছেন যশস্বীর সঙ্গে। কিন্তু প্রথম টেস্টে তাঁর অনুপস্থিতিতে লোকেশ রাহুল দলকে ভরসা জুগিয়েছিলেন ওপেনারের ভূমিকায়। তাই কোচ গৌতম গম্ভীর প্রারম্ভিক জুটি অটুট রাখার সিদ্ধান্ত নেন। সেটা মেনে নেওয়া ছাড়া রোহিতের কিছু করারও ছিল না। মেলবোর্নে তাঁর ওপেনার হিসেবে মাঠে নামার সুযোগও কমেছে। কারণ, গাব্বায় লড়াকু ৮৪ রান করেছিলেন লোকেশ রাহুল। তাই আশা করা হচ্ছে, রোহিত ফের মিডল অর্ডারেই ব্যাট করবেন। তবে এই বিষয় নিয়ে যে চর্চা চলছে তাতে কিন্তু হিটম্যান অসন্তুষ্ট। তিনি বলেন, ‘কে কোথায় ব্যাট করবে তা নিয়ে এত আলোচনার কোনও প্রয়োজন নেই। আমরা এই ব্যাপারটা নিয়ে প্রকাশ্যে আলোচনাও করব না। আমাদের কাছে দলের স্বার্থ সর্বাগ্রে। সেই মতোই সিদ্ধান্ত নেওয়া হবে।’
অস্ট্রেলিয়া সফরে রোহিতের মতো আর এক মহাতারকা বিরাট কোহলিও ছন্দ হাতড়াচ্ছেন। পারথে সেঞ্চুরি ছাড়া কোহলির ব্যাটে প্রাপ্তি শুধুই হতাশা। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে তিনি বিপদে পড়ছেন বার বার। তবে রোহিত আশাবাদী, মেলবোর্নে ফর্মে থাকবেন কোহলি। বড় রানও পাবেন। তাঁর কথায়, ‘গ্রেটরা জানে কোন পথে গেলে সাফল্য আসবে। বিরাট কোহলি সেই পথ খুব তাড়াতাড়ি খুঁজে পাবে বলে আমার বিশ্বাস।’
পারথে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল হাঁকিয়েছিলেন দুর্দান্ত ১৬১। কিন্তু সাফল্য ধরে রাখতে পারেননি। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত হলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাঁ হাতি ওপেনারকে কিছুটা সাবধানী দেখাচ্ছে। এই প্রসঙ্গে রোহিতের বক্তব্য, ‘ও কীভাবে খেলছে সেটা বড় ব্যাপার নয়। রান পাওয়াটাই দলের কাছে বড় স্বস্তির। তাই ওর চিন্তাভাবনাকে আমরা সমর্থন করি। ও যেভাবে নিজের মতো করে ব্যাট করতে চায় করুক, তাতে কোনওভাবেই বাধা দেওয়া হবে না।’