মাদ্রিদ: মরশুমের শুরুতে কিলিয়ান এমবাপের ফর্ম নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন। তার উপর চোটের দোহাই দিয়ে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোয় আরও জোরাল হয়েছিল বিতর্ক। কোচ দিদিয়ের দেশঁর সঙ্গে সম্পর্কের অবনতির কারণে নেশনস লিগের ম্যাচে ফ্রান্স দল থেকে বাদ পড়তে হয় তাঁকে। এমন পরিস্থিতিতে এমবাপের পাশে দাঁড়িয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনসেলোত্তি। কঠিন সময়ে দলের সেরা ফুটবলারকে সাহস জুগিয়েছিলেন এই অভিজ্ঞ কোচ। আর তাতেই খারাপ সময় কাটিয়ে ক্রমশ ছন্দে ফিরছেন ফরাসি তারকা। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের পর রবিবার লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে গোল করে ও করিয়ে ভরসা জোগালেন এমবাপে। ৪-২ ব্যবধানে জয় পায় রিয়াল। ম্যাচের পর এমবাপেকে প্রশংসায় ভরালেন কোচ আনসেলোত্তি। তিনি বলেন, ‘আমি বলেছিলাম, এমবাপে দ্রুত ছন্দে ফিরবে। শুরুতে ওর একটু মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল। সেই সময়টা পেরিয়ে গিয়েছে। গত কয়েক ম্যাচে ওর খেলায় আমূল পরিবর্তন দেখা গিয়েছে। আগামী দিনে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে।’
কোচ আনসেলোত্তির এই প্রশংসায় আপ্লুত এমবাপে। তবে একই সঙ্গে তিনি স্বীকার করে নেন, পথটা সহজ ছিল না। বিশেষত, অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে পেনাল্টি মিসের পর সমর্থকদের বিদ্রুপের মুখে পড়তে হয়েছিল তাঁকে। মানসিকভাবেও অনেকটাই ভেঙে পড়েছিলেন তিনি। তবে ধীরে ধীরে সেই কঠিন সময় কাটিয়ে উঠেছেন। এমবাপের মন্তব্য, ‘সবারই নতুন জায়গায় মানিয়ে নিতে সময় লাগে। আমারও শুরুতে সমস্যা হচ্ছিল। তবে কখনও বিশ্বাস হারাইনি। বিলবাও ম্যাচের পর উপলদ্ধি করি, আমাকে আরও পরিশ্রম করতে হবে। তাই অনুশীলনে জোর দিই। কোচ আনসেলোত্তি যে ভরসা দেখিয়েছেন, তার প্রতিদান দিতে পেরে ভালো লাগছে। নতুন বছরে আশা করছি, আরও ভালো পারফরম্যান্স মেলে ধরতে সক্ষম হব।’