পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
গোয়া ম্যাচে চোট পাওয়া দিমিত্রি পেত্রাতোসকে নিয়েও চিন্তা বাড়ল সবুজ-মেরুন শিবিরে। কম করে দশদিন বিশ্রামে থাকতে হবে তাঁকে। ফলে বৃহস্পতিবার পাঞ্জাব এফসি ম্যাচে অজি তারকাকে পাচ্ছেন না কোচ হোসে মোলিনা। সোমবার অনুশীলনে এলেও মেডিক্যাল রুমেই সময় কাটালেন দিমিত্রি। গ্রেগ স্টুয়ার্ট অবশ্য ফিটনেস ট্রেনিং করতে মাঠে নেমেছিলেন। মঙ্গলবারের প্র্যাকটিসে তাঁকে চূড়ান্ত পরখ করে নিতে চান মোলিনা। মিনি হাসপাতালে পরিণত হওয়া মোহন বাগানের কাছে তাই পাঞ্জাব ম্যাচে কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
হারের ধাক্কা কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সোমবার ঘরের মাঠে প্রস্তুতি সারল মোহন বাগান। মূলত মাঝমাঠের দুর্বলতা কাটানোর দিকেই নজর দিয়েছিলেন কোচ মোলিনা। ছিটকে গিয়েছেন দিমিত্রি। গ্রেগ অনিশ্চিত। এমন পরিস্থিতিতে বল ফিডারের ভূমিকায় সাহাল আব্দুল সামাদকে খেলানোর পরিকল্পনা রয়েছে স্প্যানিশ কোচের। এদিনের ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে দীর্ঘক্ষণ সাহালকে মাঝমাঠে খেলালেন তিনি। এছাড়াও জোর দিয়েছিলেন উইং প্লে’র উপর। সবুজ-মেরুনের প্রধান শক্তি প্রান্তিক আক্রমণ। বৃহস্পতিবার সেই হাতিয়ারেই পাঞ্জাব বধের পরিকল্পনা তৈরি করছেন হোসে মোলিনা।