পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
সোমবার ছুটি নিয়েছিল রোহিত বাহিনী। সেজন্যই অনুশীলনে আসেননি কেউ। তবে জানা গিয়েছে যে, অধিনায়কের হাঁটু এখনও ফুলে রয়েছে। টিম ম্যানেজমেন্টের অভিযোগ, সফরের দু’মাস আগেই প্র্যাকটিসের শিডিউল পাঠানো হয়েছিল। তারপরও বহুবার ব্যবহৃত পিচ দেওয়া হয়েছে অনুশীলনের জন্য। থ্রো-ডাউনের সময় সাপোর্ট স্টাফ দয়ানন্দ গরানির ছোড়া বল তাই প্রত্যাশিত উচ্চতায় ওঠেনি। বরং তা নীচু হয়। রোহিত পুল মারতে গিয়েছিলেন। বল গিয়ে লাগে প্যাডের সুরক্ষার বাইরে থাকা হাঁটুতে। কেন বাউন্সযুক্ত নতুন পিচ দেওয়া হল না, প্রশ্ন তুলছে শিবির।
এমসিজি কিউরেটর ম্যাটের সাফাই, ‘টেস্টের তিন দিন আগেই এখানে পিচ তৈরি হয়। তার আগে যদি কোনও দল এসে অনুশীলন করতে চায় তবে ব্যবহৃত পিচই পাবে। সোমবার থেকে তরতাজা পিচ পাওয়ার কথা। ভারতীয় দল যদি এদিন প্র্যাকটিস করত, তবে নতুন পিচই পেত। এটাই এখানকার রীতি।’ কিন্তু ভারতীয় দল তো আগেভাগে অনুশীলনের সূচি পাঠিয়ে দিয়েছিল! এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য মেলেনি পেজের মুখ থেকে।
আসলে ঘাসেভরা পিচে সফরকারী দলকে প্রস্তুতির সুযোগ দিতে চায়নি অস্ট্রেলিয়া। সেজন্যই কার্যত বাউন্সহীন পিচে অনুশীলন করতে হয়েছে বিরাট কোহলি, লোকেশ রাহুলদের। এই টেস্টে যে স্পিনারদের জন্য কোনও সাহায্যই মজুত থাকবে না, তা পরিষ্কার কিউরেটরের কথায়। তিনি বলেছেন, ‘৬ মিমি ঘাস থাকবে উইকেটে। পারথ বা ব্রিসবেনের মতো দ্রুতগতির পিচ না হলেও পেসাররা খুশিই হবে। আর নতুন বল খেলে দিতে পারলে রান পাবে ব্যাটসম্যানরাও।’