পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
আইএসএলে ১০ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট মহমেডানের। লিগ টেবিলে লাস্ট বয়রা শেষ পাঁচ ম্যাচের চারটিতেই মুখ থুবড়ে পড়েছে। মাঠের বাইরে লগ্নিকারী সংস্থার সঙ্গে কর্তাদের মন কষাকষি তুঙ্গে। কঠিন সময়ে দলের হাল বদলাতে একটা জয় দরকার। কিন্তু জেতাবেন কে? দুর্বল স্ট্রাইকিং ফোর্স। রক্ষণও সাদামাটা। শুধু ডিফেন্সিভ ফুটবল খেলে ছাংতে, বিপিন, ব্রেন্ড ফার্নান্ডেজ, জন তোরালদের রোখা মুশকিল। তবে অন্যবারের তুলনায় মুম্বইও বেশ নিষ্প্রভ। ১০ ম্যাচে পয়েন্ট মাত্র ১৪। আপুইয়া, পেরেরা ডিয়াজ, নাগুয়েরোদের অভাব ভোগাচ্ছে পিটার ক্র্যাটকির দলকে। মহমেডানকে হারিয়ে পুরো পয়েন্ট পেতে মরিয়া তারা।
(কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। )
সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।