নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোড়া চোটে বেকায়দায় ইস্ট বেঙ্গল। সাউল ক্রেসপো আর দিয়ামানতাকোসকে নিয়ে উদ্বেগ বাড়ছে। চেন্নাইয়ানের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধের শুরুতেই গ্রিক স্ট্রাইকারকে বসিয়ে ক্লেটনকে নামান ইস্ট বেঙ্গল কোচ। তাঁর এই সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হয়েছিলেন। সূত্রের খবর, হাফ টাইমে নিজেই বিশ্রাম চান দিমি। আসলে থাই মাসলের চোট ভোগাচ্ছে তাঁকে। কোনও ঝুঁকি না নিয়ে দিমিকে তুলে নেন কোচ অস্কার ব্রুজোঁ। সোমবার তাঁর এমআরআই করানো হবে। আগামী ১২ ডিসেম্বর যুবভারতীতে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ ওড়িশা এফসি। ওই ম্যাচে অনিশ্চিত গ্রিক স্ট্রাইকার। স্প্যানিশ কোচের চিন্তা আরও বাড়িয়েছে সাউল ক্রেসপোর চোট। চেন্নাইয়ান ম্যাচের পর সতীর্থদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি। সোমবার তাঁরও এমআরআই হবে। বেশ কয়েকটি ম্যাচে ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাউলের। আইএসএলের এই পর্বে স্প্যানিশ মিডিওর ঘাটতি মেটানো বেশ কঠিন।
পরের দু’টি হোম ম্যাচে যথাক্রমে ওড়িশা এফসি ও পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে খেলবে ইস্ট বেঙ্গল। সের্গিও লোবেরার ওড়িশায় আহমেদ জাহু, হুগো বোমাসের মতো ফুটবলার রয়েছেন। অন্যদিকে পাঞ্জাবও দুরন্ত ফর্মে। এমন পরিস্থিতিতে নতুন করে পরিকল্পনা সাজাতে হবে অস্কারকে। চেন্নাইয়ানের বিরুদ্ধে মাঝমাঠে একটু উপরের দিকে খেলানো হয় জিকসন সিংকে। আন্দাজ করা যায় জাহু, ফলদের বিপক্ষেও মণিপুরি মিডিওকে নতুন ভূমিকায় দেখা যাবে। পাশাপাশি কার্ড সমস্যাতেও জেরবার লাল-হলুদ ব্রিগেড। হিজাজি, ক্লেটন, হেক্টরের তিনটি করে হলুদ কার্ড। অর্থাৎ আর একটি কার্ড দেখলেই এক ম্যাচ নির্বাসিত হবেন তাঁরা।