পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
শুধু দীঘা নয়, বড়দিনের উৎসবের দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে পিকনিক স্পট ও পর্যটন কেন্দ্রগুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। খেজুরির হিজলি মসনদ-ই-আলায় পিকনিকের জন্য প্রচুর ভিড় ছিল। ফুলের উপত্যকা হিসেবে পাঁশকুড়ার দোকাণ্ডায় শীতকালীন রংবেরঙের বাহারি ফুল দেখতে প্রচুর মানুষজন উপস্থিত হন। পুলিস ক্যাম্প বসাতে হয়েছে। ময়নার ঢেউভাঙা, তমলুক ও কোলাঘাটে রূপনারায়ণ নদের ধার বরাবর এলাকায় পিকনিকের ধুম পড়ে যায়। বড়দিন উপলক্ষ্যে সেজে ওঠেছে মহিষাদলের গেঁওখালি সংলগ্ন মীরপুর। এখানকার পর্তুগিজ পাড়ায় মেলা বসেছে। আলোয় সেজে ওঠেছে গোটা এলাকা। জোড়া ঐতিহাসিক চার্চে প্রার্থনায় অংশ নেন অনেকেই।
পশ্চিম মেদিনীপুরেও বিভিন্ন পিকনিক স্পট ও পর্যটন কেন্দ্রে ভিড় ছিল চোখে পড়ার মতো। মেদিনীপুর শহরে নির্মল হৃদয় আশ্রম চার্চের মাঠে মেলা বসেছে। এছাড়াও গোপগড় ইকো ট্যুরিজম পার্ক, বিদ্যাসাগর ইকো পার্ক, পুলিস লাইন পার্ক, অরবিন্দ শিশু উদ্যান, গনগনি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে। কংসাবতী নদীর ধারে পিকনিকে মেতে ওঠেন বহু মানুষ।
খড়্গপুর গ্রামীণ এলাকায় হিজলি ইকো পার্কে এদিন ভিড় উপচে পড়ে। শহর ও গ্রামীণ এলাকা ছাড়াও বাইরে থেকেও বহু মানুষ পিকনিক করতে আসেন।
ডেবরার তিলাপাটনা পিকনিক স্পটেও সকাল থেকে পিননিকের ধুম পড়ে যায়। দাঁতন ও কেশিয়াড়ি এলাকায় সুবর্ণরেখা নদীর চরে সকাল থেকে ভিড় উপচে পড়ে। দাঁতনের বেলমূলাতে নদী তীরবর্তী ইকোপার্কে ভালো ভিড় জমে। এছাড়াও কেশিয়াড়ির প্রত্যুষা পার্ক, কুড়ুমভেড়া দুর্গ, শরশঙ্কা দিঘি এলাকায় ভিড় জমান পর্যটকরা। দাসপুর থানার দুধকোমরা ত্রিবেণী পার্ক, শহিদ প্রদ্যোৎ পার্ক, চন্দ্রকোণা থানার ইকো ট্যুরিজম সহ ২০-২৫টি পিকনিক স্পটে সকাল থেকে ভিড় দেখা যায়।
জঙ্গলমহল ঝাড়গ্রামে বাইরে থেকে অনেক পর্যটক হাজির হন। বেলপাহাড়ী, চিল্কিগড়, জুলজিক্যাল পার্ক, কৃষ গার্ডেনের মতো পর্যটনস্থলে এদিন সকাল থেকে বহু মানুষ ভিড় করেন। শহরের হোলি ট্রিনিটি চার্চে বড়দিনের উৎসব পালন করা হয়। বহু মানুষ সকাল থেকে চার্চে ভিড় জমান। বেলপাহাড়ীর কাঁকড়াঝোড়, ঢাঙ্গিকুসুম, খাঁদারানি হ্রদ, ঘাগরা জলপ্রপাতে পর্যটকদের ঢল নামে। চিল্কিগড় কনকদুর্গা মন্দির, ঝিল্লি পাখিরালয়েও পর্যটকদের ঢল নামে। ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে সকাল ১০টার পর ভিড় উপচে পড়ে।
(পিকনিকে হুল্লোড়। বড়দিনে দীঘায় তোলা নিজস্ব চিত্র)