পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
পূর্ব বর্ধমান জেলার এডিএফও সৌগত মুখোপাধ্যায় বলেন, এবারও চুপিতে ভালোই বিদেশি পাখি এসেছে, চুপির পাখিরালয় নিয়ে আমাদেরও অনেক পরিকল্পনা রয়েছে। পূর্বস্থলী-২ ব্লকের চুপি এলাকায় ছাড়ি গঙ্গায় তিন দশকের বেশি সময় ধরে উত্তর এশিয়া, ইউরোপ, ক্যাস্পিয়ান সাগর, সাইবেরিয়া, তিব্বত প্রভৃতি দেশ থেকে আসে পরিযায়ী পাখি। ২০১১ সালে চুপিতে পরিযায়ী পাখিদের নিয়ে সমীক্ষা চালায় একটি কেন্দ্রীয় সংস্থা। পর্যটকদের জন্য চুপি, কাষ্ঠশালী, রাজারচর গ্রামগুলিতে মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে। শীতের মরশুমে প্রতি বছরের মতো এবারও চুপি পাখিরালয়ে পর্যটকরা ভিড় জমিয়েছেন। পর্যটকদের রাতে থাকার জন্য কটেজও আছে। এছাড়া পাখি দেখার জন্য ওয়াচ টাওয়ারও আছে। চুপিতেই ৮১টি প্রজাতির প্রায় ১০ হাজার ৭৬০টি পরিযায়ী পাখি আসে। এরমধ্যে ১৩টি বিলুপ্তি প্রজাতির পাখিও রয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার পাখি বেশি এসেছে। ব্যবসায়ীদের বক্তব্য, বড়দিনে এবারে পিকনিক পার্টির ভিড় বেশি। তাই পর্যটন কেন্দ্রে বিক্রিবাটাও ভালো হয়েছে। - নিজস্ব চিত্র