পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
পুরুলিয়া শহরের ৮ নম্বর ওয়ার্ড এলাকার ঘোড়াবাঁধ নামক পুকুরটি ভরাট করা হচ্ছে বলে অভিযোগ। রীতিমতো জেসিবি দিয়ে জমি সমতল করার কাজও চলছে পুরোদমে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের একাংশের সঙ্গে যোগসাজসে জমির চরিত্র বদল করা হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সৈয়দ শাহী বলেন, আমি কাউন্সিলার হওয়ার অনেক আগে থেকেই ওই পুকুর ভরাটের কাজ চলছে। এ বিষয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের কাছে জানতে চেয়েছিলাম কীভাবে পুকুরের চরিত্র বদল করে সাধারণ জমিতে পরিণত করা হয়েছে। এনিয়ে আমার কিছু করার নেই। তবে ব্যক্তিগত আমি চাইব ওটা পুকুরই থাকুক।
তিনি আরও বলেন, ছোট থেকেই দেখে আসছি ওটা পুকুর ছিল। বহু মানুষ তা ব্যবহার করতেন। ওই এলাকায় গিয়েছিলাম। সে সময় জমির মালিকরা কাগজপত্র দেখিয়েছিলেন। আগে পুকুর হিসাবে রেকর্ড থাকলেও এখন নাকি সাধারণ জমি হিসেবে রেকর্ড রয়েছে। কীভাবে কী হয়েছে তা প্রশাসনই বলতে পারবে। ওই জমির অংশীদার বাব্বান কুরেশি, আবুল হোসেন বলেন, বেশ কয়েক বছর আগে বিএলএলআরও অফিসে ভুলবশত পুকুর হিসেবে রেকর্ড করা হয়েছিল। সেই ভুল সংশোধন করার জন্য আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করেছিলাম। সম্প্রতি তা সংশোধন করা হয়েছে। সেই সংশোধনের আগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা এলাকায় এসে পরিদর্শনও করেছিলেন। তারা নিজেরা সব কিছু দেখেই জমির চরিত্র পরিবর্তন করেছেন। কয়েক দশক আগে সাধারণ জমি হিসেবে এই জায়গা কেনা হয়েছিল। পুকুর হিসেবে কেনা হয়নি। এই জমির বহু অংশীদার রয়েছেন। সবাই মিলে এখানে বসবাস করা হবে। পুকুর ভরাট করা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।
পুরুলিয়া-১ ব্লকের বিএলএলআরও বলেন, মাত্র ৬ মাস আগে নতুন দায়িত্ব এসেছি। বিষয়টি আমার জানা নেই। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্ত করে দেখার পরই এ বিষয়ে বিস্তারিত বলতে পারব। তদন্তে বেআইনি কিছু দেখা গেলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।