পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পরেশবাবু টোটোয় কুসুমগ্রাম থেকে তিনজন যাত্রী তুলে মন্তেশ্বর যাচ্ছিলেন। পথে সকাল ১০টা নাগাদ জয়রামপুরের কাছে গভর্নমেন্ট অব ইন্ডিয়া লেখা একটি চারচাকা গাড়ি পিছন থেকে টোটোয় ধাক্কা মারে। টোটোর চালক সহ চারজন জখম হন। তাঁদের মন্তেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক চালক সহ ওই দু’জনকে মৃত ঘোষণা করেন।
মৃত টোটোচালকের ভাই নবকুমার রুদ্র বলেন, দাদা সকালে মন্তেশ্বর থেকে ভাড়া নিয়ে কুসুমগ্রাম গিয়েছিল। সেখান থেকে তিনজন যাত্রী নিয়ে মন্তেশ্বরের দিকে আসছিল। পথে জয়রামপুর ব্রিজের কাছে একটি চারচাকা গাড়ি পিছন থেকে দাদার টোটোয় ধাক্কা মারে। মৃত বিশ্বনাথবাবুর ভাই তরুণকুমার রায় বলেন, দাদা টোটোয় চেপে মালডাঙায় যাচ্ছিল। পুলিস ঘাতক চারচাকা গাড়িটি আটক করেছে। যদিও চালক পলাতক।