Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

বুধবার ৩২টি ছোট-বড় তেলিয়া ভোলা মাছ দীঘা মোহনার ফিশ মার্কেটে প্রায় ৭০ লক্ষ টাকায় বিক্রি হয়। -নিজস্ব চিত্র

২৬ হাজার মহিলা লক্ষ্মীর
ভাণ্ডারের টাকা পাননি
বাঁকুড়ায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের
সমস্যা মেটাতে উদ্যোগ

 

সংবাদদাতা, বিষ্ণুপুর: রাজ্য সরকার টাকা পাঠালেও ব্যাঙ্কের অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যার কারণে বাঁকুড়ায় ২৬হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি। ওইসব উপভোক্তা যাতে দ্রুত টাকা পেয়ে যান, তার জন্য প্রশাসনের অন্দরে জোর তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের কর্তারা ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে এনিয়ে বৈঠক করেছেন। ব্যাঙ্কে কেওয়াইসি আপডেট করে দ্রুত যাতে অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়, তার জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার বলেন, যেসব মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকেনি, তাঁদের তালিকা ব্লক প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাঙ্কের শাখায় পাঠানো হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টালে উপভোক্তাদের আধার কার্ডের তথ্য রয়েছে। তা ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এনিয়ে লিড ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে। খুব শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। কেওয়াইসি আপডেট হয়ে গেলেই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।
বাঁকুড়া জেলা লিড ব্যাঙ্ক ম্যানেজার তপনকুমার মণ্ডল বলেন, লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাকাউন্ট নম্বর আপলোড করার সময় ভুল হতে পারে। অথবা দীর্ঘদিন লেনদেন না হওয়ায় অ্যাকাউন্ট বন্ধ(ডরমেন্ট) হয়ে গিয়েছে। মূলত এই দু’টি  কারণে অ্যাকাউন্টে টাকা ঢোকার ক্ষেত্রে সমস্যা হয়েছে। সেইজন্য ব্যাঙ্ক অনুযায়ী তালিকা তৈরি করে তা সংশ্লিষ্ট শাখায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। উপভোক্তার আধার কার্ডের তথ্য পেলেই কেওয়াইসি আপডেট করে দেওয়া হবে। প্রশাসনকে তা বলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এবারের বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী বাংলার মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেন। ভোটে বিপুল জয়লাভের পর তিনি কথা রেখেছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন। ওই প্রকল্পে সাধারণ মহিলাদের জন্য মাসিক ৫০০টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের জন্য এক হাজার টাকা বরাদ্দ করা হয়। ‘দুয়ারে সরকার’ কর্মসূচির মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া হয়। জেলায় প্রায় ছ’লক্ষের কাছাকাছি আবেদনপত্র জমা পড়ে। ওই সময় তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত হওয়া সত্ত্বেও অনেকেরই শংসাপত্র ছিল না। তাঁদের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাস্ট সার্টিফিকেট তৈরি করে দেওয়া হয়। প্রথম দিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক হলেও পরবর্তীকালে তা শিথিল করা হয়েছে। এমনকী কাস্ট সার্টিফিকেট না থাকলেও তিনি যদি সংশ্লিষ্ট সম্প্রদায়ের মধ্যে পড়েন তাঁদের ক্ষেত্রেও স্থানীয় স্তরে তদন্ত করে আবেদন করার সুযোগ তৈরি করা হয়। তা সংশ্লিষ্ট পোর্টালে আপলোড করে পুজোর ঠিক আগে ৫লক্ষ ৮০হাজার মহিলার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো হয়। তার মধ্যে ৫লক্ষ ৫৪হাজার জন টাকা পেয়ে গিয়েছেন। কিন্তু, ব্যাঙ্কের অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতার কারণে ২৬হাজার জনের টাকা সরকারের ঘরে ফেরত চলে এসেছে। স্বাভাবিকভাবেই যাঁরা টাকা পাননি, তাঁদের মনে হতাশা তৈরি হয়েছে। ব্যাঙ্কে, পঞ্চায়েতে অথবা বিডিও অফিসে খোঁজ নিয়েও টাকা না পাওয়ার সঠিক কারণ জানতে পেরে অনেকেই ক্ষুব্ধ। এতে প্রশাসনের কর্তাব্যক্তিরা বেশ উদ্বিগ্ন। সম্প্রতি তাঁরা ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন।জানা গিয়েছে, জেলায় বিভিন্ন ব্যাঙ্কের প্রায় আড়াইশো শাখা রয়েছে। তার মধ্যে অধিকাংশ ব্যাঙ্কেই কমবেশি এরকম ঘটনা ঘটেছে। বিষয়টি নজরে আসার পরই পুজোর ছুটির মধ্যেই প্রশাসনের আধিকারিকরা ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। সমস্যা সমাধানে উদ্যোগী হন।

মুঙ্গেরের চাঁইদের হাতেই
অস্ত্র কারবারের নিয়ন্ত্রণ
দিশেরগড়ের পর হীরাপুর কাণ্ড

কুলটি থানার দিশেরগড়ের পর হীরাপুর, আসানসোল শিল্পাঞ্চলে একের পর এক অবৈধ অস্ত্র কারখানার কারিগর হিসেবে উঠে আসছে মুঙ্গেরের কারবারিদের নাম। ইতিমধ্যেই পুলিসের জালে ধরা পড়েছে একাধিক ভিন রাজ্যের কারিগর। বিশদ

সীতাভোগ-মিহিদানার শহরে
পুজোয় ২ কোটির মিষ্টি বিক্রি

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ঘিরে অনেকেরই বিভিন্ন পরিকল্পনা থাকে। পুজো প্ল্যানে যেমন ঘোরাফেরা, নতুন সাজ পোশাক কেনা যেমন থাকে, তেমনই থাকে খাওয়া-দাওয়ার বিভিন্ন পরিকল্পনা। পাত পেড়ে ভূরিভোজে বাঙালির ধারে কাছে কেউ নেই। সেই উন্মাদনা পুজোর সময় কয়েক গুণ বেড়ে যায়। বিশদ

দুর্গাপুর ব্যারেজের কোলেই ৫ কোটি টাকা ব্যয়ে
গড়ে উঠছে আধুনিক পার্ক, থাকবে সেলফি জোন

ব্যারেজের কোলে ৪০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে সেচদপ্তরের জমিতে অত্যাধুনিক পার্ক গড়ে তুলছে বনদপ্তর। দামোদরের তীরে পাঁচ কোটি টাকা ব্যয়ে এই বিশাল পার্কে থাকবে জলাশয় থেকে কৃত্রিম পাহাড় ও বিশালাকার ফোয়ারা। ইতিমধ্যেই গড়ে উঠেছে খড়ের চালের একাধিক প্যাগো হাউস, পেভার ব্লকের রাস্তার সংযোগস্থলে বসবে মনীষীদের স্ট্যাচু। বিশদ

রায়নায় খুন: সিসিটিভি ফুটেজে মিলল
সন্দেহজনক গতিবিধি, তদন্তে পুলিস

গত শুক্রবার রাতে রায়নায় গ্রামের বাড়িতে এসে ব্যবসায়ী খুনের রহস্য ক্রমশ জটিল হচ্ছে। হত্যাকাণ্ডের পর এক সপ্তাহ হয়ে গেলেও এখনও অধরা অভিযুক্ত। একাধিক সূত্র থেকে বিভিন্ন তথ্য পেয়ে তদন্ত করেও খুনের কিনারা করতে পারছেন না জেলা পুলিসের তদন্তকারী আধিকারিকরা। বিশদ

এবার জেলার সব ব্লকে
পাবলিক হেলথ ইউনিট
প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হবে
ডায়াগনেস্টিক কাঠামো

আগামী তিন বছরের পরিকল্পনায় পঞ্চদশ অর্থ কমিশনের সহযোগিতায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন হতে চলেছে। গত ৬ অক্টোবর রাজ্যের প্রত্যেক জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে এসংক্রান্ত চিঠি পাঠিয়েছেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব। বিশদ

টাটকা স্বাদ দিতে এবার নতুন কৌশল
রুই-কাতলা বেঁধে রাখা হচ্ছে ভাগীরথীতে

টাটকা মাছের স্বাদই আলাদা। বাজারে কাটার সময় টাটকা রক্ত বেরনো মাছের দাম কিছুটা বেশি পাওয়া যায়। ক্রেতারাও খুশি হন। তাই ভাগীরথী নদীতে দড়ি দিয়েই বড় সাইজের মাছ বেঁধে রাখছেন মৎস্যজীবীরা। দু’-একদিন জলে খেলার পর সুস্বাদু মাছ বাঙালির পাতে উঠছে। বিশদ

ওভারলোডিং বন্ধে সাফল্য মুর্শিদাবাদে
মাসে রাজস্ব আদায় বেড়ে প্রায় ১ কোটি টাকা

মুর্শিদাবাদ জেলা প্রশাসনের আধিকারিকরা ওভারলোডিংয়ের বিরুদ্ধে অভিযানে নামায় রাজস্ব আদায় বেড়েছে। প্রতি মাসে ৮০লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত রাজস্ব আদায় হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, লাগাতার অভিযান চালানোয় জেলায় ওভারলোডেড ট্রাক বা লরির সংখ্যাও কমেছে। বিশদ

মেরুকরণ নয়, সম্প্রীতির বার্তা নিয়ে প্রচারে তৃণমূল
শান্তিপুরে কংগ্রেসের প্রচারে অধীর চৌধুরি

ধর্মীয় মেরুকরণের ঊর্ধ্বে উঠে সম্প্রীতি বজায় রাখার বার্তা দিল তৃণমূল। বুধবার সকালে শান্তিপুর উপনির্বাচনে শেষদিনের প্রচারে স্বামী বিবেকানন্দ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল সাজিয়ে প্রচারে চমক দেয় শাসকদল। মাত্র ছ’মাস আগে হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনের জয় ধরে রাখতে শান্তিপুরে ধর্মীয় মেরুকরণকেই কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির। বিশদ

বাংলাদেশ সীমান্তে ৯টি বিরল
প্রজাতির রাজহাঁস উদ্ধার

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৯টি বিরল প্রজাতির কালো রাজহাঁস উদ্ধার করল বিএসএফ। উদ্ধার হওয়া ওই হাঁসগুলি মঙ্গলবার রানাঘাট বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ওইদিন ৫৪ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা কৃষ্ণগঞ্জের সীমান্ত লাগোয়া বিজয়পুর এলাকায় অভিযান চালান। বিশদ

হকার সমস্যায় থমকে বর্ধমানের বিজয় তোরণ
সংস্কারের কাজ, থানার দ্বারস্থ হল পুরসভা

বর্ধমান পুরসভার উদ্যোগে বিজয় তোরণ সংস্কারের কাজ হকার সমস্যার জন্য থমকে গিয়েছে। ফলে, পুজোর মরশুমে নতুন রূপে শহরবাসীকে বিজয় তোরণ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সেই কাজ শেষ করতে পারেনি পুরসভা। বিশদ

কেন্দ্রীয় সরকার বাচ্চাদের নিয়ে
একেবারে ভাবছে না: শশী পাঁজা

 

কেন্দ্রীয় সরকার বাচ্চাদের নিয়ে একেবারে ভাবছে না। এমনই অভিযোগ করলেন নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজা। বুধবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশন সমাজকল্যাণ ইউনিটের পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার কর্মীদের উদ্যোগে বিজয়া সম্মিলনীর উদ্যোগ নেওয়া হয়। বিশদ

জেলায় মাটির সৃষ্টি প্রকল্প
অর্থকরী ফল চাষে জোর
লাগানো হচ্ছে ৭১ লক্ষ
চারাগাছ ,ব্যয় ২৮ কোটি

বীরভূমে এবার আম, কাজুবাদাম, নাসপাতি, মোসাম্বি, পেয়ারার মতো অর্থকরী ফল ও ফসল চাষ হচ্ছে। সৌজন্যে রাজ্য সরকারের মাটির সৃষ্টি প্রকল্প। সরকারি পরিত্যক্ত জমি কাজে লাগিয়ে জেলা প্রশাসনের একাধিক দপ্তরের যৌথ উদ্যোগে এই প্রকল্পের মাধ্যমে নানারকম উৎপাদনমূলক কাজের উদ্যোগ নিয়েছে প্রশাসন। বিশদ

প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের খাবার খেলেন না
রোগীরা, বিক্ষোভ পরিষেবা নিয়ে

 

সিউড়ি-২ ব্লকের অবিনাশপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা নিয়ে ক্ষুব্ধ রোগী ও রোগীর আত্মীয়স্বজন। এদিন হাসপাতালের দেওয়া খাবার গ্রহণ না করে প্রতিবাদ জানান রোগীরা। তাঁদের অভিযোগ, নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। হাসপাতালে সার্বিক পরিষেবা নিয়েও অভিযোগ তুলেছেন তাঁরা। বিশদ

গোয়া, ত্রিপুরার ভোটে আসন জয় নিয়ে
বোলপুরে  ভবিষ্যদ্বাণী করলেন অনুব্রত 

 

গোয়াতে আসন্ন বিধানসভা ভোটে ৩০টি ও ত্রিপুরায় ৪০ থেকে ৪৪টি আসনে জিতবে তৃণমূল কংগ্রেস। বুধবার বিকালে বোলপুরে তৃণমূল কার্যালয়ে বসে এমন ভবিষ্যদ্বাণী করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। বিশদ

Pages: 12345

একনজরে
বুধবার দুপুরে কল্যাণী থানার গয়েশপুরের গোকুলপুরে মূক ও বধির নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম কৃষ্ণ দাস। পুলিস সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা বছর দশের ওই নাবালিকা গোকুলপুর এলাকায় ঠাকুমার বাড়িতে বেড়াতে ...

বাংলাদেশকে আট উইকেটে বিধ্বস্ত করল ইংল্যান্ড। বুধবার প্রথমে ব্যাট করে ৯ উইকেটে মাত্র ১২৪ রান তোলেন সাকিব আল হাসানরা। জবাবে জেসন রয়ের ৬১ রানের সৌজন্যে ...

তোলাবাজি, বেআইনিভাবে ফোন ট্যাপিং, ভুয়ো নথিপত্র পেশ— একের পর এক অভিযোগে এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়েকে নিশানা করছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। বুধবার নিকাহনামার ছবি প্রকাশ করে তদন্তকারী আধিকারিককে ফের নিশানা করেছেন তিনি। ...

‘আমার পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, কিন্তু কোনও ধারণাই ছিল না কী ঘটে গিয়েছে। চারদিক ধোঁয়ায় ঢেকে ছিল। মনে হচ্ছিল যেন জীবন্ত নরকে ঢুকে পড়েছি।’ এক সাক্ষাৎকারে হিরোশিমার পরমাণু বোমা হামলার সেই বিভীষিকাময় দিনের অভিজ্ঞতার কথা বলেছিলেন সুনাও সুবোই। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে ও ব্যবসায়ে উল্লেখযোগ্য সাফল্য। কৃষিপন্ন বিক্রেতা ও ডাক্তারদের অর্থকড়ি প্রাপ্তি হবে সর্বাধিক। বন্ধুকে টাকা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

 
১৪২০: মিং সাম্রাজ্যে বেজিং প্রথম রাজধানী হিসেবে সরকারী স্বীকৃতি পেল
১৪৯২: ইতালিয়ান নাবিক অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন
১৮৬৬: বিশিষ্ট শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারের জন্ম
১৮৬৭: অ্যাংলো-আইরিশ বংশোদভূত সমাজকর্মী, লেখিকা,শিক্ষিকা তথা স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতার জন্ম
১৮৮৬:  আজকের দিনে ফ্রান্স যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসাবে স্ট্যাচু অব লিবার্টি উৎসর্গ করে
১৯২২: বেনিতো মুসোলিনির নেতৃত্বে ইতালির ফ্যাসিস্ত সরকার রোম দখল করে
১৯৫৫: মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের জন্ম
২০০২: বিশিষ্ট কবি ও অবিস্মরণীয় ছড়াকার, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায়ের  মৃত্যু
২০০৬: ঢাকায় বাংলাদেশের আওয়ামী লিগের একদল কর্মী বিরোধী দলের এক সভায় হামলা চালায় খুন করে বিরোধী দলের ১৪ কর্মীকে
২০০৯: পেশোয়ারে বোমা বিস্ফোরণে ১১৭ জনের মৃত্যু হয়। জখম হয় ২১৩ জন



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.১৯ টাকা ৭৫.৯১ টাকা
পাউন্ড ১০১.৬০ টাকা ১০৫.১০ টাকা
ইউরো ৮৫.৫০ টাকা ৮৮.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৪৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৪,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ কার্তিক, ১৪২৮, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১। সপ্তমী ১৭/৪৭ দিবা ১২/৫০। পুনর্বসু নক্ষত্র  ৯/৫৬ দিবা ৯/৪১। সূর্যোদয় ৫/৪২/৩৮, সূর্যাস্ত ৪/৫৮/২৪। অমৃতযোগ দিবা ৭/১২ মধ্যে পুনঃ ১/১৪ গতে ২/৪৪ মধ্যে। রাত্রি ৫/৫১ গতে ৯/১৪ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/১০ মধ্যে পুনঃ ৪/১ গতে উদয়াবধি। বারবেলা ২/১০ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৬ মধ্যে। 
১০ কার্তিক, ১৪২৮, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১। সপ্তমী দিবা ৮/১২। পুনর্বসু নক্ষত্র দিবা ৬/৩২। সূর্যোদয় ৫/৪৪, সূর্যাস্ত ৪/৫৯।  অমৃতযোগ দিবা ৭/১৮ মধ্যে ও ১/১১ গতে ২/৩৯ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৬ গতে ৩/১৪ মধ্যে ও ৪/৬ গতে ৫/৪৪ মধ্যে। কালবেলা ২/১০ গতে ৪/৫৯ মধ্যে। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৭ মধ্যে। 
২১ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
টি ২০ বিশ্বকাপ: শ্রীলঙ্কাকে হারিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া

10:46:11 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ১৩০/৩ (১৫ ওভার)

10:34:42 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ৯৫/২ (১০ ওভার)

10:12:05 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ৬৩/০ (৬ ওভার)

09:55:02 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়াকে ১৫৫ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা 

09:13:57 PM

টি ২০ বিশ্বকাপ: শ্রীলঙ্কা ১১১/৫ (১৬ ওভার) 

08:57:05 PM