নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জাতীয় উপভোক্তা দিবসে অনলাইন কেনাকাটায় প্রতারণা রুখতে সচেতনতায় জোর দেওয়া হল জলপাইগুড়িতে। রাজ্য সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে জলপাইগুড়ি ল’কলেজে জাতীয় উপভোক্তা দিবস উপলক্ষ্যে দু’দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমদিন সোমবার সেমিনারে ক্রেতা সুরক্ষা আইনের বিভিন্ন দিক তুলে ধরেন আইন কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। ক্রেতা সুরক্ষা বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। মঙ্গলবার অনুষ্ঠানের শেষদিনে অনলাইন কেনাকাটায় কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, সেই সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান সুভাষ বর্মন। ছিলেন জলপাইগুড়ি আইন কলেজের প্রিন্সিপাল অভিজিৎ ভট্টাচার্য ও জেলার উপভোক্তা আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষজন।
ক্রেতা সুরক্ষা দপ্তরের ডেপুটি ডিরেক্টর দেবাশিস মণ্ডল বলেন, অনলাইনে কেনাকাটা দিনদিন বাড়ছে। এতে সতর্ক থাকা দরকার। নতুবা যে কোনও সময় সাইবার প্রতারণার শিকার হতে পারেন উপভোক্তারা। সাসটেনেবল ডেভেলপমেন্টের দিকে লক্ষ্য রেখে ক্রেতাদের গ্রিন কনজিউমার হয়ে উঠতে হবে বলে জানান তিনি।