পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
মুরাদাবাদের বাসিন্দা ব্যবসায়ী মহম্মদ সাকির জানিয়েছেন, এবছর প্রায় ২০ জনের একটি দল উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বাজারে কম্বল সহ সোয়েটার ও অন্যান্য শীতকালীন পোশাক বিক্রির দোকান বসিয়েছে। কেজি দরেই কেনা বলে সেভাবেই বিক্রি করতে হয়।
সাকির জানান, পাতলা কম্বল প্রতি কেজি ৩৫০ টাকা ও মোটা ৪০০ টাকা দরে বিক্রি করছেন তাঁরা। ডিসেম্বর শুরু হতেই বিক্রি অনেকটা বেড়েছে। টুঙ্গিদিঘির বাসিন্দা বিনয় সিংহ জানিয়েছেন, ভিনরাজ্য থেকে কম্বল বিক্রেতারা আসায় কিছুটা হলেও স্থানীয় দোকানদারদের বিক্রি কমেছে।