পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
ঘটনাচক্রে, ২০১৫ সালে অল্টম্যান ও মাস্ক হাত মিলিয়েই ওপেনএআই-এর প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু তিন বছর পর ওপেনএআই ছেড়ে বেরিয়ে আসেন মাস্ক। এক্সএআই নামে নতুন প্রতিযোগী সংস্থা গড়েন তিনি। গতমাসে মাস্ক অভিযোগ করেছিলেন, ওপেনএআই হল ‘মোনোপলিস্ট’। তার আগে প্রাক্তন সংস্থা সম্পর্কে সরব হয়েছিলেন সুচিরও। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি।
তরুণ এই গবেষকের দাবি ছিল, এআই সংক্রান্ত প্রযুক্তিগুলির মাধ্যমে কপিরাইন আইন লঙ্ঘন হচ্ছে। চার বছর কাজ করার পর ওপেনএআই ছাড়ার কারণ হিসেবে তিনি বলেন, আমার মতে বিশ্বাসী হলে আপনিও ওই সংস্থা থেকে ইস্তফা দিতেন। পরে কর্মক্ষেত্রে নিজের অভিজ্ঞতার উপর ভিত্তিতে সোশ্যাল মিডিয়াতেও সরব হন তিনি। দাবি করেন, এআই-এর মডেলগুলিকে ভুলভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর ফলে লেখক, গবেষক, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষের মেধাসত্ত্ব লঙ্ঘন করা হচ্ছে। তবে ওপেনএআই কপিরাইট লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছিল। তারই মধ্যে সুচিরের দেহ উদ্ধারের খবর ঘিরে রহস্য তৈরি হল।