পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
উল্লেখ্য, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার কমে হয়েছে ৫.৪ শতাংশ। যা গত সাতটি ত্রৈমাসিকের মধ্যে সবচেয়ে কম। এরইমধ্যে জাতীয় পরিসংখ্যান দপ্তর (এনএসও)-এর সাম্প্রতিকতম তথ্য থেকে জানা গিয়েছে, দেশের আনইনকর্পোরেটেড সেক্টরে (অসংগঠিত ব্যবসায়িক ক্ষেত্র) ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে ১ কোটি ১৭ লক্ষের বেশি নতুন কর্মসংস্থান হয়েছিল। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে সেই সংখ্যা কমে হয়েছে ১ কোটি ১০ লক্ষের মতো। অথচ তার আগের বছরের তুলনায় শেষ এক বছরে এই ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ৮৩ লক্ষের মতো বেড়েছে। বর্তমানে ১২ কোটি ৬ লক্ষ মানুষ আনইনকর্পোরেটেড সেক্টরে কর্মরত বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
সমীক্ষার রিপোর্ট প্রকাশের পরে অসংগঠিত ক্ষেত্রে নতুন কর্মসংস্থান তথ্যকে ইতিবাচক হিসেবে দেখানো হয়েছে সরকারের তরফে। যদিও বিশেষজ্ঞদের মতে, নোট বাতিল ও জিএসটির মতো মোদি সরকারের খামখেয়ালি পদক্ষেপ ও করোনা লকডাউনের প্রভাব এই ক্ষেত্রের উপরে ব্যাপকভাবে পড়েছে। ফলে প্রত্যাশিত হারে বাড়ছে না নতুন কর্মসংস্থান।