পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
সূত্রের খবর, রাহুল গান্ধীকে প্রচারে বেশি করে কাজে লাগাতে চায় দিল্লি প্রদেশ কংগ্রেস। যদিও রাহুলের এতে তেমন মত নেই। আপ সরকারের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের সাম্প্রতিক পদযাত্রায় যোগ দেননি রাহুল বা প্রিয়াঙ্কা। অজয় মাকেন পদযাত্রায় নেতৃত্ব দেন।
এআইসিসি সূত্রে খবর, দলের অনুরোধে দিল্লিতে প্রচারে থাকতে পারেন রাহুল। তবে কম। যতটা না কেজরিওয়াল, তার চেয়ে অনেক বেশি আক্রমণ শানাতে পারেন নরেন্দ্র মোদির দিকে। কারণ, মোদি বিরোধী ইন্ডিয়া জোটে আপকে হাতছাড়া করতে নারাজ কংগ্রেস নেতৃত্ব।
দিল্লি বিধানসভা নির্বাচনে একাই লড়ছে কংগ্রেস। মোট ৭০ আসনের মধ্যে ৪৭টি’তে ইতিমধ্যে প্রার্থীর নাম ঘোষণা করেছে তারা। আপ সুপ্রিমো কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপকে।
গত মঙ্গলবার আপের বিরুদ্ধে ‘মওকা মওকা হর বার ধোঁকা’ নামে একটি পুস্তিকা প্রকাশ করে কংগ্রেস। কেজরিওয়ালকে ‘ফর্জিওয়াল’ বলে কটাক্ষ করেন অজয় মাকেন। তিনি বললেন, ‘গত ১১ বছর ধরে দিল্লিতে শাসন করছে কেজরিয়ালের দল। আর ১০ বছর ধরে কেন্দ্রে রয়েছেন নরেন্দ্র মোদি। কেউই দিল্লিবাসীর প্রত্যাশা পূরণ করেননি। স্রেফ ধোঁকা দিয়েছেন।’ মাকেন আরও বলেন, ‘২০১৩ সালের বিধানসভা হোক বা ২০২৪ সালের লোকসভা ভোট—আম আদমি পার্টির সঙ্গে জোট করাই আমাদের ভুল হয়েছে। তাই এবার আর নয়।’ এতে কি বিজেপির সুবিধা হবে না? প্রশ্ন করায় মাকেনের জবাব, ‘আমাদের লড়াই উভয়ের বিরুদ্ধেই।’