নয়াদিল্লি: দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে তুঙ্গে উঠেছে আপ ও বিজেপির তরজা। প্রাক্তন বিজেপি সাংসদ প্রবেশ ভার্মার বিরুদ্ধে ভোটারদের টাকা বিলির অভিযোগ তুলে সোচ্চার হল আপ। এছাড়াও বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে আপ নেতাদের হেনস্তার অভিযোগও তুলল দিল্লির শাসক দল। আপ প্রধান অরবিন্দ কেজরিওলাদের দাবি, মুখ্যমন্ত্রী আতিশিকে ভোটের আগে গ্রেপ্তার করা হতে পারে। এজন্য বিজেপির তরফে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় এজেন্সির কাছে। বুধবার মুখ্যমন্ত্রী অতিশি অভিযোগ করেন, কেজরিওয়ালের নিউ দিল্লি বিধানসভা এলাকায় বস্তিবাসী মহিলাদের ১ হাজার ১০০ টাকা বিলি করেছেন প্রবেশ। প্রবেশের উইনসোর প্যালেসের বাড়ি থেকে এই টাকা বিলি হয়েছে। এমনকী প্রাপকদের ভোটার আই কার্ডের নম্বরও লিখে নেওয়া হয়েছে। অভিযোগ অস্বীকার করেনি প্রবেশ। এব্যাপারে সাফাই দিয়ে তিনি বলেছেন, তাঁর বাবা তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং ভার্মা ‘রাষ্ট্রীয় স্বাভিমান’ নামে একটি এনজিও প্রতিষ্ঠা করেছিলেন। সেই এনজিও থেকেই এই টাকা দেওয়া হয়েছে।
এদিন সকালে কেজিরওয়ালের সঙ্গেই সাংবাদিক বৈঠক আতিশি দাবি করেন, কোটি কোটি টাকা রয়েছে প্রবেশের বাংলোয়।সেজন্য সেখানে তল্লাশি চালানো উচিত পুলিস, ইডি, সিবিআইয়ের। কেজরিওয়াল বলেন, ভোটারদের প্রভাবিত করতেই এই টাকা বিলি করা হয়েছে। এ প্রসঙ্গে প্রবেশ বলেন, ‘১১ বছর ধরে কেজরিয়াল মহিলাদের দুঃখ দেখতে পাননি। আমি সিদ্ধান্ত নিয়েছি তাঁদের মাসে মাসে ১ হাজার ১০০ টাকা করে দেব। আমি তো আর কেজরিওয়ালের মতো মদ দিচ্ছি না।’
এরইমধ্যে কেজরিওয়াল দাবি করেছেন, ভোটের প্রস্তুতি বানচাল করতে আপের সব গুরুত্বপূর্ণ নেতার বাড়িতে তল্লাশি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী আতিশিকে গ্রেপ্তার করা হতে পারে।