পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দিল্লিতে আজ সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন সকালে ঘন কুয়াশার কারণে রাজধানীতে হলুদ সতর্কতাও জারি করা হয়। অন্যদিকে, বুধবার সকাল ৬টায় দিল্লির বাতাসের গুণমান সূচক ছিল ৩৩৪। এর অর্থ ‘খুব খারাপ’। তবে আগের থেকে রাজধানীর বাতাসে কিছুটা উন্নত হয়েছে। গতকাল, মঙ্গলবার সকালে দিল্লির বাতাসের গুণমান সূচক ছিল ৩৯৮।