পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
কেজরিওয়াল তাঁর এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) লিখেছেন, “আপ সরকারের কল্যাণমূলক পদক্ষেপের গতিকে স্তব্ধ করা চেষ্টা চলছে।” শীঘ্রই একাধিক নেতার বাড়িতে কেন্দ্রীয় সংস্থা পাঠিয়ে তল্লাশি চালানোর আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। এরপরই বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “মহিলা সম্মান যোজনা এবং সঞ্জীবনী যোজনা প্রকল্পের ঘোষণার পর থেকেই ‘কিছু লোক’ বিচলিত হয়ে গিয়েছেন। তাঁরা মধ্যেই মিথ্যে মামলায় আতিশীকে গ্রেপ্তার করার চক্রান্ত করেছেন। আপের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতেও চলবে তল্লাশি।”
বুধবার বেলায় আতিশীকে সঙ্গে নিয়ে একটি সংবাদিক সম্মেলন করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, “ভুয়ো মামলা তৈরি করে আতিশীকে গ্রেপ্তার করতে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে বিজেপি। এ প্রসঙ্গে তারা সম্প্রতি একটি বৈঠকও করেছে।” কেজরিওয়ালের অভিযোগ, দিল্লিতে বিধানসভা ভোটের আগে আপ সরকারকে টলাতে ফের একবার উঠে পড়ে নেমেছে বিজেপি।
এ প্রসঙ্গে আতিশী বলেন, “আমাদের কাছে খবর আছে, বিজেপি আমাকে মিথ্যে মামলায় গ্রেপ্তার করার চক্রান্ত করেছে। তবে আমার দেশের আইন এবং সংবিধানের উপর পূর্ণ আস্থা রয়েছে।”