পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
এর জবাবে অবশ্য কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজসিং চৌহান কেন্দ্রের পূর্বতন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জমানাকেই কাঠগড়ায় তোলেন। বলেন, মোদি সরকার এমএসপি মূল্যে ফসল কিনছে। প্রয়োজনে এমএসপির থেকেও বেশি দামে তা কিনছে। কৃষিক্ষেত্রে নতুন রোড ম্যাপ তৈরি হচ্ছে। কিন্তু কংগ্রেস আমলে কিছু হয়নি। এদিন কৃষিমন্ত্রীকে রাজ্যসভায় নয়া ‘উপাধি’ দিয়েছেন চেয়ারম্যান জগদীপ ধনকার। বলেছেন, কিষান-কা-লাডলা! আপনিই কিষান-কা-লাডলা। আপনাকে নতুন নাম দিলাম। জবাবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীও হাত জোড় করে অভিবাদন কুড়িয়েছেন। এবং বলেছেন, কৃষকদের পরিষেবা দেওয়া আমার কাছে ভগবানের পুজো করার মতো। অর্থাৎ, ফের সেই ঈশ্বর-তত্ত্ব!