Bartaman Patrika
দেশ
 

টানা স্লোগান, বিরোধী-শক্তির গর্জনে সংসদে নাজেহাল মোদি

সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: সবই করলেন প্রধানমন্ত্রী। রাহুল গান্ধীকে শিশু আখ্যা দিলেন। কংগ্রেসকে বললেন নরখাদক পশু। মহাজোট ‘ইন্ডিয়া’য় ফাটল ধরাতে মরিয়া চেষ্টা চালালেন। বললেন, ‘কংগ্রেস পরজীবী, আপনাদের ভোটব্যাঙ্ক হরণ করে বেঁচে আছে।’ হুঁশিয়ারি দিলেন রাহুলকে, ‘কেউ যেন না ভুলে যান যে, তাঁর বিরুদ্ধে একঝাঁক মামলা চলছে। জামিনে আছেন।’ বিরোধীদের তাবৎ অভিযোগকে মিথ্যা বলে উড়িয়েও দিলেন। কিন্তু তারপরও অষ্টাদশ লোকসভায় নরেন্দ্র মোদির দু’ঘণ্টার প্রথম ভাষণের প্রতিপাদ্য কী?—১০ বছর পর সংসদে মোদির কাছে সরকার আছে, আধিপত্য নেই। উধাও অথরিটিও। গরিষ্ঠতাহীন বিজেপি বনাম শক্তিশালী বিরোধী—এই নাটকীয় রাজনৈতিক প্লটে চরম সংঘাতের সম্ভাবনা ছিলই। সেটাই সত্যি হল। ১০ বছরে যা ছিল বেনজির, সেটাই ঘটল লোকসভায়। মোদিকে গলা চড়িয়ে, ক্রুদ্ধ ভঙ্গিতে এবং কোণঠাসা হয়েই ভাষণ দিতে হল। কারণ দু’ঘণ্টা ধরে স্লোগান, বিক্ষোভ, বিদ্রুপ এবং সর্বোপরি ওয়েলে এসে তাঁর মুখের সামনে লাগাতার শোরগোল করে বক্তৃতায় বাধা দিয়ে গেল ‘ইন্ডিয়া’। মোদি যখনই বিরোধীদের ভোটপ্রচারকে আক্রমণ করেছেন, বিরোধীরা চিৎকার করেছে। স্লোগান উঠেছে, ‘ঝুট বোলে কাউয়া কাটে’। মোদি যখনই রাজ্যে রাজ্যে এবার তাঁর দলের আসন প্রাপ্তির ফিরিস্তি দিয়েছেন, বিরোধীরা তাঁর কণ্ঠস্বর ছাপিয়ে বলেছে, ‘মণিপুর....মণিপুর...।’ মোদি টেনে এনেছেন জরুরি অবস্থা।  বিরোধী বেঞ্চে স্লোগান উঠেছে, ‘জয় সংবিধান...।’ 
মঙ্গলবার লোকসভায় রাষ্ট্রপতির অভিভাষণের উপর আলোচনায় সরকারের জবাবি ভাষণ। আর শুরু থেকেই সতর্ক মোদি। মুখ ফসকে যেন ‘আমিত্ব’ না প্রকাশ পায়। অতএব বলে চললেন, ‘আমরা দুর্নীতির অবসান ঘটিয়েছি। আমরা পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছি। আমাদের সরকার ৩৭০ ধারার অবসান ঘটিয়েছে। ২৫ কোটি গরিবকে দারিদ্র থেকে মুক্তি দিয়েছে এনডিএ সরকার। আমরাই প্রকৃত ধর্মনিরপেক্ষতা এনেছি।’ সোজা কথায়, ‘হাম, আমরা, আমাদের’। নরেন্দ্র মোদির ভাষণে মোদিই নেই! নেই শ্রীরামচন্দ্র! মোদির চোখের সামনে বিরোধী বেঞ্চে বসেছিলেন অযোধ্যা থেকে জিতে আসা ‘ইন্ডিয়া’র এমপি অবধেশ প্রসাদ। রামচন্দ্রের আশীর্বাদে আর প্রবেশ করলেন না মোদি। বললেন মহাপ্রভু জগন্নাথের কথা। বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত তাঁর প্রতিটি বাক্যকে যেভাবে ব্যঙ্গ করে স্লোগান তোলা হয়েছে, সেটা যে ‘মর্নিং শোজ দ্য ডে’ নামক ইংরেজি প্রবাদের প্রকৃষ্ট উদাহরণ। আর এটা সবথেকে ভালো বুঝেছেন স্পিকার ওম বিড়লা। মাঝেমধ্যেই রুদ্রমূর্তি ধারণ করেছেন বটে, আদপে কিংকর্তব্যবিমূঢ়। কারণ, সপ্তদশ নয়, এটা অষ্টাদশ লোকসভা। তিনশো পার নয়, সংখ্যালঘু বিজেপি। ওম বিড়লা বললেন, ‘এভাবে আগামী পাঁচ বছর চলতে পারে না!’ 
এই অভূতপূর্ব বিরোধিতা দেখে মোদি বললেন, ‘যুক্তি-তর্ক না থাকলেই এভাবে চিৎকার চেঁচামেচি করে।’ তাঁর কটাক্ষ, ‘কংগ্রেস তো ফেল হওয়ার ওয়ার্ল্ড রেকর্ড গড়ে ফেলল। ১৩ রাজ্যে শূন্য আসন পেয়েছে।’ মরিয়া আক্রমণে বোঝালেন তাঁর আধিপত্যহীনতা। রাহুল গান্ধীর আক্রমণাত্মক ভাষণকে শিশুর সঙ্গে তুলনা করলেন মোদি। বললেন, ‘সহানুভূতির জন্য নতুন ড্রামা। কংগ্রেস নরখাদক পশুর মতো। কংগ্রেসের মুখে মিথ্যার রক্ত লেগে গিয়েছে।’
শক্তিশালী হয়ে ক্ষমতায় ফিরলে সংবিধান বদলে দেবেন—এই প্রচারের জেরে ভোটে দলিত ও অনগ্রসরদের কাছে জোর ধাক্কা খেয়েছেন মোদি। আর তাই দলিত ইস্যুতে ড্যামেজ কন্ট্রোলে কংগ্রেসকে দলিত বিরোধী প্রমাণে ব্যস্ত রইলেন মোদি। ঘুরেফিরে জওহরলাল নেহরুর ঘাড়ে দোষ চাপিয়ে বললেন, ‘নেহরুই বাবাসাহেব আম্বেদকরের রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করার চক্রান্ত করেছেন।’ অর্থাৎ, দিনের শেষে মোদির আক্রমণের অভিমুখ থাকল কংগ্রেসের দিকেই। ‘ইন্ডিয়া’ নয়। বিরোধী জোটে ফাটল ধরানোর চেষ্টায় অন্য সদস্যদের নামোচ্চারণ করলেন না তিনি। শুধু ভাষণের শেষে পৌঁছে আমিত্বকে আর আড়াল করতে পারলেন না। বুক ঠুকে বললেন, ‘মোদি কাউকে ভয় করে না।’ কাকে বললেন? বিরোধীদের? নাকি আশ্বস্ত করলেন আগ্রাসী বিরোধিতার সামনে ম্রিয়মাণ হয়ে ট্রেজারি বেঞ্চে বসে থাকা নিজের দলকেই?

03rd  July, 2024
গত ৮ মাসে সর্বাধিক, মোদি-শাসনে চরম বেকারত্ব

মোদির কাঁটা সেই বেকারত্ব! বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি পূরণ হয়নি ১০ বছরেও। এক মাস আগে সমাপ্ত লোকসভা ভোটে এই অস্ত্রেই বিজেপির নিরঙ্কুশ জয়ের স্বপ্ন ভেঙে খানখান করে দিয়েছে বিরোধীরা। শরিকদের কাঁধে ভর করে তৃতীয়বার সরকারে ফিরেছেন নরেন্দ্র মোদি। বিশদ

অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি, কাজিরাঙায় মৃত অন্তত ১৭টি পশু

বন্যা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে অসমে। ব্রহ্মপুত্র পাশাপাশি রাজ্যের একাধিক নদীতে বাড়ছে জল। ফলে নতুন করে প্লাবিত হয়েছে একাধিক এলাকা। বিপদসীমার উপর দিয়ে বইছে কাছাড়ের বরাক নদী। বিশদ

সংসদে মোদির ভাষণে ‘ত্রুটি’  স্পিকারকে চিঠি দিল কংগ্রেস

ইটের বদলে পাটকেল! সম্প্রতি, বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কিছু মন্তব্য লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। তারই পাল্টা হিসেবে এবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের ভুলত্রুটি ধরিয়ে স্পিকারকে চিঠি দিল কংগ্রেস। বিশদ

পিআইবির নয়া প্রিন্সিপাল ডিজি হলেন ধীরেন্দ্র ওঝা

কেন্দ্রীয় সরকারের প্রধান মুখপাত্র নিযুক্ত হলেন ধীরেন্দ্র ওঝা। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন ‘প্রেস ইনফরমেশন ব্যুরো’ (পিআই঩বি)র প্রিন্সিপাল ডিজি করা হল তাঁকে। সরিয়ে দেওয়া হল শেফালি শরণকে। গত ১ এপ্রিল শেফালিকে পিআইবির প্রিন্সিপাল ডিজি নিযুক্ত করা হয়েছিল। বিশদ

হাতরাস: ধৃত ৬, বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ যোগী সরকারের

স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাতরাসের বাতাস। চারদিকে শুধুই হাহাকার। অথচ কঠিন সময়েও ভোলেবাবা ওরফে নারায়ণ সিং হরির দেখা পাচ্ছেন না ভক্তরা। উধাও তিনি। মঙ্গলবার হাতরাসের সৎসঙ্গ আশ্রমে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১২১ জনের। বিশদ

রাজ্যের দাবি আদায়ে মোদির কাছে চন্দ্রবাবু

শপথগ্রহণ শেষ। লোকসভার প্রথম অধিবেশনে সমাপ্ত। এবার আসছে বাজেট। সুতরাং আর অপেক্ষা নয়। নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করতে এনডিএ সরকারে দুই প্রধান শরিক এবার চাপ বাড়াতে শুরু করল। হায়দরাবাদ থেকে চন্দ্রবাবু নাইডু ঝটিকা সফরে দিল্লিতে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। বিশদ

রামমন্দিরে নতুন ‘ড্রেসকোড’, হলুদ পোশাক পরবেন পূজারিরা

অযোধ্যার রামমন্দিরের পুজারিদের জন্য চালু হল নয়া ড্রেস কোড। এবার থেকে তাঁদের চিরাচরিত হলুদ পোশাক পরেই মন্দিরে প্রবেশ করতে হবে। শুধু তাই নয়, মন্দিরের মধ্যে মোবাইল ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। জানা গিয়েছে, এর আগে পূজারিরা গেরুয়া রঙের কুর্তা, পাগড়ি ও ধুতি পরতেন। বিশদ

‘মগজ-খেকো’ অ্যামিবা সংক্রমণে কেরলে মৃত্যু ১৪ বছরের কিশোরের

মৃত্যু হল মস্তিষ্কের বিরল সংক্রমণে আক্রান্ত কিশোরের। দূষিত জল থেকে অ্যামিওবিক মেনিনজোএনসেফ্যালাইটিস সংক্রমণে আক্রান্ত হয়েছিল মৃদুল নামে কেরলের ১৪ বছরের এই কিশোর। বুধবার রাত ১১টা ২০ মিনিট নাগাদ তার মৃত্যু হয়। বিশদ

প্রাসাদোপম আশ্রমে বৈভবের জীবন, ঘরে ভিড় লাস্যময়ীদের

হাতরাসের আশ্রমে শতাধিক মানুষের মৃত্যুর পর ঘুরপাক খাচ্ছে কে নারায়ণ সাকার হরি? প্রশ্ন উঠছে স্বঘোষিত ধর্মগুরুর জীবনযাপন নিয়েও। ভোলেবাবার আশ্রম ঘিরে রীতিমতো দানা বেঁধেছে রহস্য। ভোলবাবার আসল নাম হল সুরজপাল সিং জাটব। বিশদ

তামিলনাড়ুর বৈদ্যুতিক স্কুটার তৈরির কারখানায় নারী ক্ষমতায়নের প্রয়াস

কয়েকশো একর জায়গা নিয়ে তৈরি হয়েছে বৈদ্যুতিক স্কুটার তৈরির কারখানা। বিশেষত্ব হল, কর্মীদের ৯০ শতাংশই মহিলা। কেউ বাইকের নির্দিষ্ট পার্টস যুক্ত করছেন, কেউ সিট বসাচ্ছেন। কেউ আবার বাইকের ট্রায়াল রান দিচ্ছেন। বিশদ

ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত

ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে হেমন্ত সোরেন। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় তিনি শপথগ্রহণ করেন। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন। রাজভবনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমন্তের বাবা তথা জেএমএম প্রধান শিবু সোরেন, মা রূপী, স্ত্রী কল্পনা এবং দলের অন্যান্য প্রথম সারির নেতারা। বিশদ

জম্মুতে বাসের ধাক্কায় বাছুরের মৃত্যু, চালককে বেধড়ক মার গোরক্ষকদের

‘স্বঘোষিত গোরক্ষক’দের তাণ্ডব এবার জম্মুতে। মঙ্গলবার রাতে কাঠুয়ার ঘাটি এলাকায় বাসের ধাক্কায় মৃত্যু হয় একটি বেওয়ারিশ বাছুরের। এরপরই আসরে নেমে পড়ে তথাকথিত গোরক্ষকরা। বাসের চালক রমেশ কুমারকে নামিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। বিশদ

দিল্লিতে রাহুলের ঠিকানা ৭ ত্যাগরাজ মার্গ

ফের সরকারি বাংলোয় ফিরছেন রাহুল গান্ধী। তাঁর নতুন ঠিকানা হতে চলেছে ৭ নম্বর ত্যাগরাজ মার্গ। বিশ্বস্ত সূত্রে এখনও পর্যন্ত এমনটাই খবর। দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর বাংলো তিন মূর্তি ভবনের কাছে ত্যাগরাজ মার্গের বাংলোতেই এবার থেকে থাকবেন লোকসভার বিরোধী দলনেতা। বিশদ

অপরাধের তালিকা থেকে বাদ শিল্পমহলের কর ফাঁকির অনিয়ম, আসছে সংশোধনী

একঝাঁক আর্থিক অনিয়মকে আর অপরাধ হিসেবে গণ্য করা হবে না। এই ঩সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেম অ্যাক্ট, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট এবং ইন্ডিয়ান কয়েনেজ অ্যাক্ট। বিশদ

Pages: 12345

একনজরে
স্বাস্থ্যকেন্দ্রের চারদিক জঙ্গল আগাছায় ভর্তি। বিষাক্ত পার্থেনিয়াম গাছে ছেয়ে গিয়েছে গোটা চত্বর। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল। মাঝেমধ্যেই স্বাস্থ্যকেন্দ্র থেকে বেরিয়ে আসছে বিষাক্ত সাপ। ...

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির পদপ্রার্থী থাকছেন তিনি। মনোয়ন প্রত্যাহার করার জন্য তাঁর উপর কেউ চাপ সৃষ্টি করেননি। বুধবার সমস্তা জল্পনা উড়িয়ে একথা সাফ ...

রথের আগে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে আর কোনও বাধা রইল না। মন্দির নির্মাণকে কেন্দ্র করে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে জানিয়ে দিল হাইকোর্ট। ...

কলকাতা তথা পশ্চিমবঙ্গে এসএমই ব্যবসা বৃদ্ধিকে পাখির চোখ করছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। এর ফলে এখানকার ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলির বৃদ্ধিতে সহায়তা করতে পর্যাপ্ত ঋণ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

চোখের সমস্যায় মানসিক অস্থিরতা ও উদ্বেগ। কর্মস্থলে অতিরিক্ত কাজের চাপ। আর্থিক দিক শুভ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৬৮৭: ইংরেজ বিজ্ঞানী এবং আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ স্যার আইজাক নিউটনের লেখা ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা  প্রকাশিত হয়
১৮৪১: টমাস কুক প্রথম ট্রাভেল এজেন্সি চালু করেন
১৯০১:বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও কলকাতার নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা  বীরেন্দ্রনাথ সরকারের জন্ম
 ১৯৪৪: অভিনেতা দীপঙ্কর দের জন্ম
১৯৪৬: রাজনীতিক রামবিলাস পাসোয়ানের জন্ম
১৯৭৩: নৃত্যশিল্পী তথা বিশিষ্ট কোরিওগ্রাফার গীতা কাপুরের জন্ম
১৯৮২: সঙ্গীত শিল্পী জাভেদ আলির জন্ম
১৯৯৩: অভিনেতা  কালী বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৯৫: বিশিষ্ট ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধুর জন্ম 
২০০৫: ক্রিকেটার বালু গুপ্তের মূত্যু
২০০৭: অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের মৃত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৭১ টাকা ৮৪.৪৫ টাকা
পাউন্ড ১০৪.৭৯ টাকা ১০৮.২৭ টাকা
ইউরো ৮৮.৫৯ টাকা ৯১.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৯৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,৩০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৭০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯০,৩৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯০,৪৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২০ আষাঢ়, ১৪৩১, শুক্রবার, ৫ জুলাই, ২০২৪। অমাবস্যা ৫৮/৩৫ রাত্রি ৪/২৭। আর্দ্রা নক্ষত্র ৫৭/৪৫ রাত্রি ৪/৭। সূর্যোদয় ৫/০/৫০, সূর্যাস্ত ৬/২১/২২। অমৃতযোগ দিবা ১২/৭ গতে ২/৪৭ মধ্যে। রাত্রি ৮/২৯ মধ্যে পুনঃ ১২/৪৬ গতে ২/৫৪ মধ্যে পুনঃ ৩/৩৬ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ৫/৫৫ গতে ৬/৪৮ মধ্যে পুনঃ ৯/২৮ গতে ১০/২১ মধ্যে। বারবেলা ৮/২১ গতে ১১/৪১ মধ্যে কালরাত্রি ১/৯ গতে ১০/২১ মধ্যে। 
 
২০ আষাঢ়, ১৪৩১, শুক্রবার, ৫ জুলাই, ২০২৪। অমাবস্যা শেষরাত্রি ৪/৫। আর্দ্রা নক্ষত্র শেষরাত্রি ৪/৩৩। সূর্যোদয় ৫/১, সূর্যাস্ত ৬/২৩। অমৃতযোগ দিবা ১২/৯ গতে ২/৪৯ মধ্যে এবং রাত্রি ৮/৩০ মধ্যে ও ১২/৪৬ গতে ২/৫৫ মধ্যে ও ৩/৩৭ গতে ৫/১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৫/৫৬ গতে ৬/৪৯ মধ্যে ও ৯/২৯ গতে ১০/২২ মধ্যে। বারবেলা ৮/২১ গতে ১১/৪২ মধ্যে। কালরাত্রি ৯/৩ গতে ১০/২২ মধ্যে। 
 
২৮ জেলহজ্জ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ঝাড়খণ্ডে আগামী ৮ জুলাই বিধানসভার বিশেষ অধিবেশনে আস্থা ভোট

04-07-2024 - 08:03:14 PM

মুম্বইয়ের নরিম্যান পয়েন্ট থেকে শুরু টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের ভিক্ট্রি প্যারেড

04-07-2024 - 07:55:00 PM

শিক্ষা দপ্তরের চুক্তিভিত্তিক শিক্ষা ও শিক্ষাকর্মীদের জন্য সুখবর
রাজ্যের শিক্ষা দপ্তরের অধীনে থাকা চুক্তিভিত্তিক শিক্ষা ও শিক্ষাকর্মীদের জন্য ...বিশদ

04-07-2024 - 07:35:19 PM

মেরিন ড্রাইভে ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে মুম্বইয়ের পুলিস কমিশনারকে নির্দেশ দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে

04-07-2024 - 07:17:32 PM

মুম্বই বিমানবন্দরে ট্রফি হাতে হার্দিক পান্ডিয়া

04-07-2024 - 06:49:35 PM

মুম্বই বিমানবন্দরে পৌঁছল টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দল

04-07-2024 - 06:35:34 PM