পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় কলকাতা সহ বিভিন্ন জেলার খুচরো বাজারে সরবরাহ করার জন্য বুধবার থেকে হিমঘরে মজুত আলু ফের বের হতে শুরু করেছে। হিমঘর মালিকদের সংগঠনের কর্তা পতিতপাবন দে জানিয়েছেন, মাঝারি মানের জ্যোতি আলু হিমঘর থেকে বের হওয়ার পর প্রতি কেজিতে দাম পড়ছে ২৬ টাকার আশপাশে। কিন্তু বাছাই করা ভালো মানের আলুর দাম ২৮-২৯ টাকা হচ্ছে। কলকাতা ও সংলগ্ন এলাকার খুচরো বাজারে ভালো মানের বাছাই আলুর চাহিদা বেশি। টাস্ক ফোর্সের সদস্য কমল দে জানিয়েছেন, তাঁরা বৃহস্পতিবার কলকাতার বিভিন্ন খুচরো বাজার পরিদর্শন করে দেখেছেন ৩৪ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। জোগান বাড়লে হিমঘরের আলুর দাম কিছুটা কমবে বলে টাস্ক ফোর্সের আশা। যদিও সাধারণ ক্রেতাদের অভিজ্ঞতা কলকাতার অনেক খুচরো বাজারে এখনও ৩৫ টাকার বেশি দামে আলু বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশে নতুন আলুর দাম কমছে। মাঝারি মানের আলুর দাম সেখানে পাইকারি বাজারে প্রতি কেজিতে বৃহস্পতিবার ১৮ টাকা থেকে কমে ১৬ টাকা হয়েছে। কিছুদিনের মধ্যে উত্তরপ্রদেশের ভালো মানের আলু আরও বেশি পরিমাণে বাজারে আসতে শুরু করলে দাম আরও কমবে।