Bartaman Patrika
রাজ্য
 

  সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে রাজ্যের নানা
পরিস্থিতি নিয়ে বিবৃতির খোঁচা রাজ্যপালের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাধারণতন্ত্র দিবস উপলক্ষে বঙ্গবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে ফের রাজ্য সরকারকে খোঁচা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকার। সরাসরি আঙুল না তুললেও একাধিক ইস্যুতে তিনি রাজ্যের পরিস্থিতি নিয়ে যেভাবে তাঁর খেদ ব্যক্ত করেছেন, তা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। শনিবার বিকেলে এবিষয়ে এক বিস্তারিত বিবৃতি জারি করে তিনি নয়া বিতর্ক তৈরি করলেন বলে মনে করা হচ্ছে। আজ, সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রেড রোডের কুচকাওয়াজ এবং রাজভবনের চা-চক্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে তাঁর দেখা হওয়ার কথা। কিন্তু এদিনের এহেন বিবৃতির পর সেই কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী বা তাঁর সহকর্মীরা কী অবস্থান নেন, সেটাই দেখার।
বিবৃতিতে অন্তত ছ’টি বিষয়ের উপর তাঁর পর্যবেক্ষণ বর্ণনা করেছেন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ধনকার বলেছেন, গণতন্ত্রের পরিপন্থী হল হিংসা। ২০২০ সালে আমাদের সবাইকে রাজ্যকে শান্তিপূর্ণ করে তোলার জন্য শপথ নিতে হবে। কারণ, বিগত কয়েকটি বছরে এবিষয়ে আমাদের উদ্বেগে থাকতে হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর সকলের মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়ে রাজ্যপাল মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করার বিষয়েও জোর দিয়েছেন। তাঁর কথায়, রাজ্যে নাগরিকদের নির্ভয়ে ভোট দেওয়ার স্বাধীনতা থাকার মতো পরিবেশ থাকা দরকার। আশা করব, এব্যাপার সবাই তাদের করণীয় করবে। উল্লেখ্য, শনিবারই ছিল জাতীয় ভোটার দিবস।
কেন্দ্র-রাজ্য সংঘাত নিয়ে হালে জোর বিতর্ক চলছে বাংলায়। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে নানা বিষয়ে বঞ্চনার অভিযোগ এনেছেন মমতা। পাল্টা হিসেবে কেন্দ্রও বেশ কিছু জাতীয় প্রকল্প এরাজ্যে চালু করতে না দেওয়ার ব্যাপারে বারবার কটাক্ষ করেছে নবান্নকে। রাজ্যপাল এদিন বলেছেন, কেন্দ্র-রা঩জ্যের মধ্যে যাবতীয় মতপার্থক্যের সমাধান দেশের সংবিধানেই রয়েছে। উভয়ের মধ্যে সংঘাত বজায় রাখা কখনও সেই সমাধানের পথ হতে পারে না। এজন্য উভয়ের মধ্যে সমন্বয় থাকা জরুরি। একইসঙ্গে সমস্ত সাংবিধানিক পদাধিকারীর উচিত তাদের সীমার মধ্যে কাজ করা। তার অন্যথার অর্থ গণতন্ত্রকেই প্রতি পদে হেয় করা। তিনি বলেছেন, আমাদের সংবিধান, ঐতিহ্য এবং সংস্কৃতি কখনওই অসহিষ্ণুতার পাঠ দেয় না। তাই পারস্পরিক মতামতকে সম্মান জানানোর পাঠ নেওয়া উচিত সকলের।
ধনকার তাঁর বিবৃতিতে সরকারি কোষাগারের টাকা ব্যয় নিয়ে খোঁচা দিয়েছেন। তিনি বলেছেন, এই টাকা সরকারি কাজের জন্যই নির্দিষ্ট। তা কখনওই রাজনৈতিক ফায়দা তোলার কাজে ব্যবহার করা উচিত নয়। কিন্তু এনিয়ে কিছু অনভিপ্রেত উদাহরণ আমাদের সামনে এসেছে। এ বিষয়ে আমাদের নজর দেওয়া উচিত। এ প্রসঙ্গে তিনি সরকারি কর্মচারীদের ভূমিকার কথাও উল্লেখ করেছেন। তাঁর কথায়, রাজ্যের উন্নয়ন এবং প্রশাসন চালানোর ক্ষেত্রে সরকারি কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু তাঁদের কোনও রাজনৈতিক সংগঠনের সঙ্গে কোনও সংশ্রব রাখা উচিত নয়। কারণ, এটা কখনওই কাম্য নয়। তাঁদের প্রকৃত অর্থেই পক্ষপাতদুষ্টহীন হয়ে কাজ করা উচিত। এক্ষেত্রে এখনও অনেক কিছু করণীয় রয়েছে রাজ্যে।
কেন্দ্রের চালু করা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প বাংলায় বলবৎ করা না করায় পরোক্ষে নিজের ক্ষোভ ব্যক্ত করেছেন এদিন রাজ্যপাল। তিনি বলেছেন, ২০১৮ সালের ১ ডিসেম্বর থেকে চালু হওয়া এই জাতীয় প্রকল্পের সুবিধা থেকে এ রাজ্যের কৃষকরা বঞ্চিত হচ্ছেন। এই খাতে এ পর্যন্ত এই বঞ্চনার অঙ্ক প্রায় চার হাজার কোটি টাকা। কৃষকদের স্বার্থে আমি সংশ্লিষ্ট সকলের কাছে এবিষয়ে সক্রিয় পদক্ষেপ গ্রহণের আর্জি জানাচ্ছি। শিক্ষাঙ্গণে হিংসার কোনও স্থান নেই বলে উল্লেখ করে ধনকার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

জাতীয় পর্যটন দিবসে ট্যুইট মমতার
বিদেশি পর্যটকদের এক
নম্বর গন্তব্য এখন কলকাতা

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গোটা দেশের মেট্রো শহরগুলির মধ্যে কলকাতাই এখন বিদেশি পর্যটকদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে। গত বছরের (২০১৯) এপ্রিল মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ফরেন ট্যুরিস্ট অ্যারাইভ্যালস (এফটিএ)-এ সবচেয়ে এগিয়ে রয়েছে কলকাতা।
বিশদ

পঞ্চমী দু’দিন, সরস্বতী পুজোর ছুটি নিয়ে
সরকারি নোটিসে দোলাচলে স্কুল কর্তৃপক্ষ 

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরস্বতী পুজোয় সরকারি ছুটি ৩০ এবং ৩১ জানুয়ারি। কিন্তু পঞ্জিকা অনুযায়ী শুক্লপক্ষের পঞ্চমী তিথি ২৯ জানুয়ারি অর্থাৎ বুধবার সকালেই শুরু হচ্ছে। কিন্তু নির্ঘণ্ট অনুযায়ী ওইদিন ছুটি না দেওয়ায় সঙ্কট তৈরি হয়েছে। ৩০ জানুয়ারির ছুটি এনআই অ্যাক্টে এবং ৩১ জানুয়ারির ছুটি দেওয়া হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে।
বিশদ

 এই প্রথম ভয়েস স্পেকট্রোগ্রাফ নিয়ে
আদালতে সাক্ষ্য চণ্ডীগড়ের বিজ্ঞানীর

 শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: রাজ্য পুলিসের কোনও মামলায় এই প্রথম ভয়েস স্পেকট্রোগ্রাফ নিয়ে আদালতে সাক্ষ্য দিয়ে গেলেন চণ্ডীগড়ের সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরির (সিএফএসএল) বিজ্ঞানী। সিআইডির করা একটি প্রতারণা মামলায় সাক্ষ্য দিতে তিনি শুক্রবার কাঁথি আদালতে যান।
বিশদ

যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে সুযোগ পাচ্ছেন না, আক্ষেপ পার্থর 

সংবাদদাতা, খড়্গপুর: যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে সুযোগ পাচ্ছেন না। শনিবার সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একথা বলে আক্ষেপ করলেন। তিনি বলেন, আমরা যাঁরা জিন্দাবাদ জিন্দাবাদ করি, তাঁদের একটা অভ্যাস আছে, মামা, ভাই, ভাইপো সবাইকে ডি গ্রুপে ঢুকিয়ে দাও। 
বিশদ

  সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনা,
শঙ্কা বাড়ছে বিয়ের আয়োজনেও

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের জাঁকিয়ে শীত ফিরল শহরে। একদিনেই তিন ডিগ্রি সেলসিয়াস নামল তাপমাত্রা। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় তা দু’ডিগ্রি কম। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। বিশদ

আজ রেড রোডে সাধারণতন্ত্র
দিবসে রাজ্যপাল, মুখ্যমন্ত্রীও

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতি বছরের মতো আজ, রবিবার সাধারণতন্ত্র দিবস পালিত হবে রেড রোডে। সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্যপাল জগদীপ ধনকার। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশদ

এবার ঢাকা-কাঠমাণ্ডু বাস
শিলিগুড়ি হয়ে, মহড়া শেষ

 প্রসেনজিৎ কোলে, কলকাতা: শিলিগুড়ি থেকে কাঠমাণ্ডু পর্যন্ত বাস চলাচল শুরু করার জন্য যখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, সেই সময়ই বাংলাদেশ আর উত্তরবঙ্গের মধ্যেও একাধিক রুটে বাস পরিষেবা চালুর পরিকল্পনা সামনে আসছে। তার মধ্যে অন্যতম হল, ঢাকা থেকে শিলিগুড়ি হয়ে কাঠমাণ্ডু পর্যন্ত নয়া বাস রুট।
বিশদ

করোনা: নেপাল-বাংলার
তিন সীমান্তে সতর্কতা জারি

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেপালে করোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলায় রাজ্যের বাংলা-নেপাল সংযোগকারী সবক’টি সীমানায় সতর্কতা জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। বাংলা-নেপাল সীমানার পানিট্যাঙ্কি, মিরিক এবং পশুপতি বাজার দিয়ে পশ্চিমবঙ্গে ঢোকা মানুষজনের ক্ষেত্রে এই সতর্কতা জারি করা হয়েছে। বিশদ

  গুয়াহাটি আদালতে চার্জশিটে জানাল এনআইএ
অসমে বরপেটায় ধৃত পাঁচ জেএমবি জঙ্গি খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডেও অভিযুক্ত

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অসমের বরপেটায় গ্রেপ্তার হওয়া পাঁচ জেএমবি জঙ্গির সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডেরও যোগ রয়েছে। এই কাণ্ডে অভিযুক্ত ও সাজাপ্রাপ্তদের সঙ্গে এই পাঁচজন একসঙ্গে কাজ করেছে। তাদের প্রশিক্ষণ হয়েছে বর্ধমানের শিমুলিয়া মাদ্রাসাতে। বিশদ

  সাধারণতন্ত্র দিবসে নাশকতা রুখতে
বিভিন্ন জেলে আঁটোসাঁটো হল
সন্ত্রাসবাদীদের সেলের নিরাপত্তা

 সুকান্ত বসু, কলকাতা: আজ রবিবার সাধারণতন্ত্র দিবস। নাশকতা রুখতে রাজ্যের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত জেলগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হল। এমনকী সন্ত্রাসবাদীদের সেলেও নিরাপত্তা আঁটোসাঁটো করা হল। জেল সূত্রের খবর, যেসব জেলে সন্ত্রাসবাদী বন্দির সংখ্যা বেশি, সেখানে কেন্দ্রীয় ও উপ সংশোধনাগারেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশদ

  প্রতি ওয়ার্ড থেকে একজন সর্বজনগ্রাহ্য প্রার্থী খুঁজুন, বঙ্গ বিজেপি নেতৃত্বকে নির্দেশ নাড্ডার

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ২৫ জানুয়ারি: দলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে অবিলম্বে ব্যবস্থা নিন। এমন পদক্ষেপ করুন, যাতে প্রতিটি ওয়ার্ড থেকে প্রার্থী হিসেবে একটিই সর্বজনগ্রাহ্য নাম উঠে আসে। পশ্চিমবঙ্গের আসন্ন পুরভোট নিয়ে দলের বঙ্গ নেতৃত্বকে এমনই বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। বিশদ

প্রতি চারজনে একজন মানসিক সমস্যায়
ভুগলেও চিকিৎসক পিছু রোগীর সংখ্যা ২ লাখ!

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশে প্রতি চারজনে একজন ভুগছেন কোনও না কোনও মানসিক সমস্যায়। শনিবার ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির (আইপিএস) জাতীয় সম্মেলনে একথা জানালেন সংগঠনের সর্বভারতীয় প্রেসিডেন্ট ইলেক্ট এবং বর্তমান সহ-সভাপতি ডাঃ গৌতম সাহা। বিশদ

  জলজীবন মিশন বোঝাতে ফেব্রুয়ারিতে কেন্দ্রের টিম আসছে, শর্তে আপত্তি রাজ্যের

 সঞ্জয় গঙ্গোপাধ্যায়, কলকাতা: যেসব শর্তে জলজীবন মিশন শুরু করতে চাইছে কেন্দ্রীয় সরকার, তাতে আপত্তি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। এদিকে, কেন জলজীবন মিশন, তা বোঝাতে কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকের একটি বড় টিম রাজ্যে আসতে চাইছে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সিনিয়র অফিসারদের ওই টিম আসার কথা রয়েছে বলে জানানো হয়েছে। বিশদ

  নাগরিক পরিষেবা নিয়ে গাফিলতি নয়,
পুর আধিকারিকদের সমঝে দিলেন মেয়র

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামনেই পুরভোট। তাই নাগরিক পরিষেবা নিয়ে কোনওরকম গাফিলতি দেখাতে নারাজ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে সেই নাগরিক পরিষেবা সংক্রান্ত অভিযোগ আসায় তিনি যে ক্ষুব্ধ, তা সমঝে দিলেন পুর আধিকারিকদের।
বিশদ

Pages: 12345

একনজরে
সংবাদদাতা, কাঁথি: এসপি১২৫, বিএস-VI এবং অ্যাকটিভা বিএস-VI নামে নতুন বাইক ও স্কুটির মডেল বাজারে নিয়ে এল হোন্ডা। ২৩ জানুয়ারি কাঁথি প্রভাত কুমার কলেজ ফুটবল গ্রাউন্ডে পিএমপি হোন্ডা ও প্রশান্ত হোন্ডার যৌথ উদ্যোগে ‘অ্যাডভান্সড ফেস্ট’ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দুটি মডেলের ...

 অর্পণ সেনগুপ্ত, কলকাতা: খোদ গাইডই জালিয়াতির অভিযোগ এনেছেন। তাই এ বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এম ফিলের শংসাপত্র পাওয়া হচ্ছে না গবেষক কার্তিক নস্করের। দু’বছর ধরে এই অভিযোগের কোনও মীমাংসাও হয়নি। বাংলা বিভাগের গবেষক কার্তিকের দাবি, বোর্ড অব ডিসিপ্লিন বিষয়টি দেখছে। ...

 নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (পিটিআই): বিনিয়োগ, বাণিজ্য, তেল, গ্যাস, সাইবার সুরক্ষা এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ব্রাজিলের সঙ্গে ১৫টি চুক্তি করল ভারত। শনিবার ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের মেসিয়াস বলসোনারোর ...

বিএনএ, তমলুক: রেশন সামগ্রী লরিতে ভর্তি করে পাচার করার সময় হাতে নাতে ধরে পাঁশকুড়া থানার পুলিসের হাতে তুলে দিলেন জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ স্থায়ী ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কোনও কিছুতে বিনিয়োগের ক্ষেত্রে ভাববেন। শত্রুতার অবসান হবে। গুরুজনদের কথা মানা দরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল ... বিশদ


ইতিহাসে আজকের দিন

সাধারণতন্ত্র দিবস
১৮৪১: আনুষ্ঠানিকভাবে হংকং দখল করল ব্রিটিশরা
১৯৩০: পরাধীন ভারতে এই দিনটিকে ‘পূর্ণ স্বরাজ দিবস’ বা ‘স্বাধীনতা দিবস’ হিসাবে ঘোষণা করল জাতীয় কংগ্রেস
১৯৫০: লাগু হল ভারতের সংবিধান। রাষ্ট্রপতি পদে রাজেন্দ্র প্রসাদ দায়িত্ব গ্রহণ করে সূচনা করলেন গণতন্ত্রের।
১৯৫৪: রাজনীতিবিদ মানবেন্দ্রনাথ রায়ের মৃত্যু
১৯৬৫- হিন্দিকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিল কেন্দ্র
১৯৯২: পরমাণু অস্ত্রের মাধ্যমে আমেরিকার বিভিন্ন শহরকে নিশানা করা থেকে রাশিয়া বিরত হবে বলে জানালেন বরিস ইয়েলৎসেন
২০০১: গুজরাতের ভুজে বিধ্বংসী ভূমিকম্পে মৃত্যু হল প্রায় ২০ হাজার মানুষের
২০০৪: আফগানিস্তানের নয়া সংবিধানে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট হামিদ কারজাই



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৫১ টাকা ৭২.২১ টাকা
পাউন্ড ৯১.৯৮ টাকা ৯৫.৩২ টাকা
ইউরো ৭৭.৩৮ টাকা ৮০.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
25th  January, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪০,৯৮৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৮,৮৮৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৯,৪৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৭,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৭,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ মাঘ ১৪২৬, ২৬ জানুয়ারি ২০২০, রবিবার, (মাঘ শুক্লপক্ষ) দ্বিতীয়া ৫৯/৪৫ শেষ রাত্রি ৬/১৬। ধনিষ্ঠা অহোরাত্র। সূ উ ৬/২১/৫৩, অ ৫/১৬/১৩, অমৃতযোগ দিবা ৭/৫ গতে ১০/০ মধ্যে। রাত্রি ৭/১ গতে ৮/৪৬ মধ্যে। বারবেলা ১০/২৭ গতে ১/১০ মধ্যে। কালরাত্রি ১/২৭ গতে ৩/৬ মধ্যে। 
১১ মাঘ ১৪২৬, ২৬ জানুয়ারি ২০২০, রবিবার, দ্বিতীয়া ৫৬/১৭/৫২ শেষরাত্রি ৪/৫৬/৫। ধনিষ্ঠা ৫৮/৫৪/২৯ শেষরাত্রি ৫/৫৮/৪৪। সূ উ ৬/২৪/৫৬, অ ৫/১৪/৫৬, অমৃতযোগ দিবা ৭/১ গতে ৯/৫৯ মধ্যে ও রাত্রি ৭/৮ গতে ৮/৫১ মধ্যে। কালবেলা ১১/৪৯/৫৬ গতে ১/১১/১১ মধ্যে। কালরাত্রি ১/২৮/৪১ গতে ৩/৭/২৬ মধ্যে।
৩০ জমাদিয়ল আউয়ল 

ছবি সংবাদ

এই মুহূর্তে
শুভেচ্ছা ও ছুটি

আজ রবিবার দেশের ৭১তম সাধারণতন্ত্র দিবস। এই উপলক্ষে বর্তমান পত্রিকার ...বিশদ

08:00:00 AM

আজকের রাশিফল  
মেষ: দাম্পত্যজীবন শুভ। বৃষ: উপার্জন ভাগ্য শুভাশুভ মিশ্রিত। মিথুন: কথাবার্তায় সংযত না ...বিশদ

25-01-2020 - 07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
জাতীয় ভোটদাতা দিবস১৮৫০: অভিনেতা অর্ধেন্দু শেখর মুস্তাফির জন্ম১৮৫৬: সমাজসেবক ও ...বিশদ

25-01-2020 - 07:03:20 PM

পদ্মভূষণ পাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনহর পারিক্কর, ব্যবসায়ী আনন্দ মহিন্দ্রা ও ভেনু শ্রীনিবাসন, ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু, নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস সি জমির এবং জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক ব্যক্তিত্ব মুজাফ্ফর হোসেন বেগ 

25-01-2020 - 09:18:00 PM

পদ্মবিভূষণ পাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি, স্বরাজ, জর্জ ফার্ণান্ডেজ, বক্সার মেরি কম, মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী অনিরুদ্ধ জগন্নাথ 

25-01-2020 - 09:13:00 PM

 পদ্মশ্রী পাচ্ছেন কঙ্গনা রানউত, একতা কাপুর, আদনান সামি এবং করণ জোহর

25-01-2020 - 09:07:04 PM