পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
চেন্নাইয়ের পল্লিকারানাই এলাকায় অতিথিশালা তৈরির জন্য জমি কেনা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, এই ভবনের নকশা হবে আন্তর্জাতিক মানের। সেই মতো বাড়ি নির্মাণে সম্ভাব্য খরচ কত, তাও নির্ধারণ করা হয়েছে। কীভাবে এটি নির্মাণ করা হবে, তার পরিকল্পনা ইতিমধ্যেই ছকে ফেলেছে আবাসন দপ্তর। সূত্রের খবর, অনলাইনে এই অতিথিশালা বুকিং করা যাবে। যাতে ট্রেনে বা বিমানে ওঠার আগেই বুকিংয়ের স্লিপ সংশ্লিষ্ট ব্যক্তি হাতে পেয়ে যান। জানা গিয়েছে, চিকিৎসা করাতে যাওয়া মানুষের কথা মাথায় রেখে যতটা কম ভাড়া রাখা যায়, সেই সিদ্ধান্তই নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই প্রকল্পের কাজ যাতে দ্রুত শুরু করা যায়, সে বিষয়ে নবান্নের শীর্ষমহলে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। রাজ্যের এক আধিকারিক জানিয়েছেন, এই অতিথিশালার নামকরণ করবেন মুখ্যমন্ত্রী নিজেই।