আপনার মনে ধর্মভাব জাগ্রত হবে। কর্মপ্রার্থীরা কর্মের সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সূচনা হবে। অর্থ নিয়ে ... বিশদ
এরপরই পুলিস ও সামরিক গোয়েন্দাদের যৌথ টিম একটি নির্মীয়মাণ বহুতলের (জি প্লাস ফোর) নীচতলার একটি ঘরে হানা দিয়ে দরজার ঠিক ওপরে থাকা তাক থেকে দুটি বাক্স নামিয়ে আনে। ওই বাক্সের ঢাকনা খুলতেই তাতে তাজা বোমা মেলে । এই ঘটনায় বিস্ফোরক আইনের এন্টালি থানায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিস। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। সূত্রের খবর, নির্মীয়মাণ বহুতলটি নাসিম আখতার ও শামিম আখতার নামে দুই ভাইয়ের। বহুতলটি নির্মাণের দায়িত্বে রয়েছেন প্রোমোটার মহম্মদ কওসর। পুলিসের দাবি, নির্মাণ নিয়ে মালিক ও প্রোমোটারের মধ্যে বিরোধ চলছিল। বোমা উদ্ধারের ঘটনার সঙ্গে সেই বিবাদের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কারণ যাই হোক না কেন, এরাজ্যে বিধানসভা ভোটের মুখে বোমা উদ্ধারের ক্ষেত্রে কলকাতা শহরের বুকে সেনা গোয়েন্দাদের এই তৎপরতা অভিনব বলেই মনে হয়েছে পুলিস প্রশাসনের একাংশের। যদিও এনিয়ে সরকারিভাবে কেউ প্রতিক্রিয়া দিতে রাজি হননি।