আপনার মনে ধর্মভাব জাগ্রত হবে। কর্মপ্রার্থীরা কর্মের সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সূচনা হবে। অর্থ নিয়ে ... বিশদ
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গার হাদিপুর ঝিকরা গ্রাম পঞ্চায়েতের শোলাপুকুর এলাকায় শ্যামসুন্দর সাহার বাড়ি। হাড়োয়াবেড়াচাঁপা রাস্তার ধারে তাঁর ৫৭ শতক বহুমূল্য জমি রয়েছে। তিনি দুই ছেলে জগন্নাথ সাহা ও দেবপ্রসাদ সাহাকে ১৯ শতক করে জমি দেন। বাকি ১৯ শতক জমি নিজের নামে রেখেছিলেন। সম্প্রতি শ্যামসুন্দরবাবু নিজের ভাগের জমি বিক্রি করে মন্দির তৈরির করার সিদ্ধান্ত নেন। এছাড়া বাকি টাকা বিবাহিত মেয়েকে দেওয়ার পাশাপাশি কিছুটা নিজের কাছে রাখবেন বলেও স্থির করেন। বাবার ভাগের জমি বিক্রির জন্য বড় ছেলে তোড়জোড় শুরু করেন। কিন্তু ছোটভাই দেবপ্রসাদ ওই ব্যবসায়ীকে জমি বিক্রি করতে রাজি হননি। কয়েক দিন আগে দেবপ্রসাদবাবু বাবাকে নিয়ে অন্যত্র চলে যান। জগন্নাথবাবু ছোট ভাইয়ের বিরুদ্ধে থানায় বাবাকে অপহরণের অভিযোগ দায়ের করেন।