স্বার্ণিক দাস, কলকাতা: ছিল রুমাল, হল বেড়াল। কংক্রিটের বাতিল পিলার দিয়ে শুরু হয়েছে সৌন্দর্যায়নের কাজ। মেট্রোর কাজের জন্য তৈরি হয় বেশ কিছু কংক্রিটের পিলার। তবে কোনও কারণে ব্যবহার করা হয়নি সেগুলি। সেই সমস্ত পিলার কাজে লাগিয়েই নিউটাউনের আকাঙ্ক্ষা মোড় সংলগ্ন রাস্তার ধারে তৈরি হচ্ছে অভিনব স্থাপত্য নিদর্শন। বাছাই করা ২০টি পিলারকে কারুকার্য করে মঙ্গলদীপ জংশনের শোভা বাড়াতে চলেছে হিডকো কর্তৃপক্ষ। এই কাজে হাত লাগিয়েছেন শিল্পী রূপচাঁদ কুণ্ডু। সৌন্দর্যায়নের পাশাপাশি সাধারণ মানুষের কাছে বিশেষ বার্তা পৌঁছে দেওয়ার সংকল্প নিয়েছেন শিল্পী। আগামী ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসে এই স্থাপত্যের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। শিল্পী রূপচাঁদ কুণ্ডুর সঙ্গে কথা বলে জানা গিয়েছে, এই অভিনব স্থাপত্যের মাধ্যমে তিনি ২০২০ সালের একটি দলিল তুলে ধরতে চাইছেন। তিনি বলেন, গত বছরের গোটাটাই করোনা মহামারী নিয়ে কেটে গিয়েছে। বিশ্বজুড়ে জনজীবন বিপর্যস্ত। তাই স্থাপত্যের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য সংশ্লিষ্ট পরিস্থিতির ছবি রেখে দিতে চান শিল্পী। ২০টি পিলারের প্রতিটিতে সাধারণ মানুষের মুখ খোদাই করা হয়েছে। সেখানে তাঁদের নানান অভিব্যক্তি প্রকাশ করেছেন রূপচাঁদবাবু। কোভিডে কেউ কাজ হারিয়েছেন, কেউ আবার হারিয়েছেন পরিবারের সদস্যকে। সেই সমস্ত অভিব্যক্তিই স্থাপত্যের মাধ্যমে কংক্রিটের গায়ে ফুটিয়ে তুলেছেন শিল্পী। একইসঙ্গে, তাঁর এই স্থাপত্যে থাকছে মহামারী পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ কিছু সচেতনতার বার্তা। ‘মাস্ক পরা বাধ্যতামূলক’, সাধারণ মানুষকে সেই বার্তাও পৌঁছে দেবে শিল্পীর সৃষ্টি। তাঁর বক্তব্য, মাস চারেক আগে থেকেই নির্মাণের কাজ শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই এই কাজ শেষ করে দেওয়া সম্ভব হবে বলে জানা গিয়েছে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, এই পিলার গুলিকে পাইল ক্যাপ বলা হয়। ব্রিজের পিলার তৈরি করতে ব্যবহার করা হয় বিভিন্ন পাইল ক্যাপ। ব্রিজ প্রস্তুত সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সেগুলি আর কোনও কাজে লাগে না। যা থেকে দূষণ ছড়ায় বলে হিডকো সূত্রে খবর। তাই সেগুলি নিউটাউনের সৌন্দর্যায়নের কাজে লাগাতে বিশেষ পরিকল্পনা করে কর্তৃপক্ষ। মঙ্গলদীপ জংশনের কাছে রাস্তাতেই তৈরি হচ্ছে এই স্থাপত্য। হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন বলেন, কাজ শেষ হলে তা সাধারণ মানুষের দেখার জন্য খুলে দেওয়া হবে। সংশ্লিষ্ট এলাকা সাজানো হবে। সেখানে বসানো হবে এলইডি লাইট। ওই স্থানে সবুজায়নের বিষয়টিও মাথাও রেখেছে হিডকো। রাস্তা থেকেই এই নিদর্শন উপভোগ করতে পারবেন যাত্রীরা। আগামী দিনে এই স্থান নিউটাউনের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে চলেছে।
ছবি হিডকোর সৌজন্যে।