দেশ

টাকা বিলির পাল্টা বিটকয়েন জালিয়াতি, ভোটের দিনেই শারদ-কন্যার বিরুদ্ধে অভিযোগ বিজেপির

মুম্বই: মাত্র ২৪ ঘণ্টা আগেই ভোট কিনতে কোটি কোটি টাকা বিলির অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। তার পাল্টা হিসেবে বুধবার বিধানসভা নির্বাচনের দিনেই বিরোধীদের দিকে গেরুয়া শিবিরের তির—বিটকয়েন জালিয়াতি। আর সেই নিয়ে উত্তাল মহারাষ্ট্র। বিজেপির অভিযোগ, বিটকয়েন প্রতারণার টাকা ব্যবহার করা হয়েছে ভোটে। আর তা করেছেন শারদ পাওয়ার-কন্যা এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে এবং কংগ্রেস নেতা নানা পাটোলের মাধ্যমে। মঙ্গলবারই প্রমাণ হিসেবে দু’জনের কথোপকথনের একটি অডিও প্রকাশ করে বিজেপি। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার দাবি করেছেন, ‘অডিওতে বোন সুপ্রিয়া সুলের কণ্ঠই শোনা যাচ্ছে।’ তবে অভিযোগ অস্বীকার করেছেন সুপ্রিয়া এবং নানা পাটোলে। জানিয়েছেন, ওই অডিও ক্লিপ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই কারসাজি। বিভিন্ন এআই প্ল্যাটফর্মগুলিও জানাচ্ছে, ক্লিপটি ডিপ ফেক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে এব্যাপারে তারা ৮০ শতাংশ নিশ্চিত। 
ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত দুর্নীতির অভিযোগটি বেশ পুরনো। ২০১৮ সালে আর্থিক লেনদেন কম দেখানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল রবীন্দ্রনাথ পাটিল নামে প্রাক্তন এক আইপিএস কর্তাকে। মহারাষ্ট্র বিধানসভা ভোটের ঠিক আগে তিনি পুরনো কাসুন্দি ঘেঁটে দাবি করেছেন, সেই বিটকয়েন জালিয়াতিতে লাভবান হয়েছিলেন বারামতীর সাংসদ সুপ্রিয়া এবং তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে। এরপরই দু’জনের অডিও ক্লিপ প্রকাশ করে এই বিষয়ে কংগ্রেস ও এনসিপির বক্তব্য জানতে চান বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী। এদিন বারামতীতে ভোট দেন সুপ্রিয়া। তারপর যাবতীয় অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘সংবাদমাধ্যমের পক্ষ থেকে অডিও ক্লিপটি পেয়েই আমি ফোন করেছিলাম পুনের পুলিস কমিশনারকে। তাঁকে জানাই, অডিওটি ভুয়ো। সাইবার ক্রাইমে অভিযোগ জানাতে চাই।’ অজিতের মন্তব্যকে অবশ্য পাত্তা দেননি শারদ-কন্যা। তবে জানিয়েছেন, বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদীর সঙ্গে তিনি যে কোনও বিতর্কে রাজি। বিটকয়েন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন নানা পাটোলেও। হুমকি দিয়েছেন আদালতের দ্বারস্থ হওয়ার। 
গোটা বিতর্কে মেয়ের পাশেই দাঁড়িয়েছেন শারদ পাওয়ার। তিনি বলেন, ‘অভিযোগাকারী নিজেই কয়েক মাস জেলে ছিলেন। বিজেপিই এমনটা করতে পারে।’ এসবের মাঝেই এদিন রায়পুরে গৌরব মেহতা নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। সারথি অ্যাসোসিয়েটস নামে অডিট সংস্থায় কর্মরত গৌতমের নামেও অভিযোগ তুলেছিলেন প্রাক্তন আইপিএস রবীন্দ্রনাথ পাটিল। 
8h 8m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
20th     November,   2024
দিন পঞ্জিকা