দেশ

দূষণে জেরবার দিল্লি, ৫০ শতাংশ সরকারি কর্মচারীর জন্য চালু ওয়ার্ক ফ্রম হোম

নয়াদিল্লি: রাজধানীতে দূষণে লাগাম পরানো যাচ্ছে না কিছুতেই। এই অবস্থায় ওয়ার্ক ফ্রম হোম নীতি চালু করল দিল্লির আম আদমি পার্টি (আপ) সরকার। বিভিন্ন অফিসের সরকারি কর্মীদের ৫০ শতাংশকে বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার এক্স হ্যান্ডলে সরকারের এই নীতির কথা ঘোষণা করেছেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই। কর্পোরেট সংস্থাগুলিকেও এই নীতি মেনে চলার আর্জি জানিয়েছেন মন্ত্রী। তবে স্বাস্থ্য, গণ পরিবহণ, বিদ্যুৎ, আইনি পরিষেবা, দমকল ও সাফাইয়ের মতো অত্যাবশ্যকীয় ক্ষেত্রগুলিকে ওয়ার্ক ফ্রম হোম নীতির আওতা থেকে বাদ রাখা হয়েছে। দিল্লি সরকারের ৮০টি দপ্তর রয়েছে। এছাড়াও রয়েছে দিল্লি পুরসভার কয়েকটি দপ্তর। সব মিলিয়ে কর্মচারীর সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার। এই বিপুল কর্মীর প্রায় অর্ধেককে বাড়ি থেকে কাজ করাতে পারলে রাস্তায় গাড়িঘোড়া কমবে। এর সূত্র ধরে কমবে দূষণ। এমনটাই মনে করছে সরকার। 
বুধবারও ভোরে ঘন ধোঁয়াশার মধ্যেই দিন শুরু করেছে দিল্লিবাসী। তবে এদিনের বায়ু দূষণের মাত্রা ছিল কিছুটা মন্দের ভালো। মঙ্গলবার যেখানে বায়ু দূষণ সূচক ছিল ৪৯৪। সেখানে বুধবার সকালে দূষণমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২৬। তবে বায়ু দূষণ সতর্কতা ‘অতি বিপজ্জনক’ (সিভিয়ার)-ই রাখা হয়েছে। বেসরকারি সংস্থাগুলিকে কাজ শুরুর সময় বদলের আর্জি জানিয়েছেন রাই। তাঁর মতে, সকাল সাড়ে দশটা থেকে ১১টার মধ্যে কাজ শুরু হলে ব্যস্ত সময়ে গাড়ির চাপ কমবে। মন্ত্রীর মতে, এতে গাড়ি থেকে দূষণও কম হবে। পাশাপাশি, কর্মী নিয়ে আসা বা ফেরৎ পাঠানোর জন্য অনেকগুলির গাড়ির পরিবর্তে বড় সংস্থাগুলিকে বাস ব্যবহারের পরামর্শ দিয়েছেন মন্ত্রী। 
 দিল্লির দূষণের জন্য পার্শ্ববর্তী বিজেপি শাসিত রাজ্যগুলির দিকে আবার আঙুল তুলেছেন মন্ত্রী গোপাল। উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান ও মধ্যপ্রদেশের দূষণ রোধে ব্যর্থতার ফল দিল্লিকে ভুগতে হচ্ছে বলে তিনি জানিয়েছেন। দূষণের পাশাপাশি ঠাণ্ডাও চিন্তা বাড়িয়েছে দিল্লিবাসীর। বুধবার দিল্লির তাপমাত্রা কমে ১২.২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর-পশ্চিমী ঠাণ্ডা বাতাসের জন্য আরও ঠান্ডা বাড়তে পারে।  
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
20th     November,   2024
দিন পঞ্জিকা