দেশ

ট্রেনে জেনারেল তুলে দিয়ে এসি কামরা জোড়ার ভাবনা অনিশ্চিত

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দূরপাল্লার ট্রেনে জেনারেল কামরা ধাপে ধাপে তুলে দিয়ে এসি ইকনমি কামরা জুড়ে দেওয়া হবে বলে বছরখানেক আগে হাওয়ায় ভাসিয়ে দিয়েছিল রেল বোর্ড। দাবি করা হয়েছিল, এর ফলে জেনারেল কামরার তুলনায় ‘সামান্য বেশি ভাড়া’ দিতে হলেও যাত্রীরা আরামে দীর্ঘপথে সফর করতে পারবেন। এই প্রচার আদতে কি মোদি সরকারের ‘জুমলা’ ছিল? রেলমন্ত্রকের একটি ঘোষণায় তেমনই ইঙ্গিত পাচ্ছে তথ্যভিজ্ঞ মহল। 
সম্প্রতি রেল বোর্ড জানিয়েছে, গত তিন মাসে দূরপাল্লার বিভিন্ন সাধারণ মেল, এক্সপ্রেস ট্রেনে মোট ৫৮৩টি জেনারেল কামরা চালু করা হয়েছে। এছাড়া নভেম্বরের মধ্যে দেশের ৩৭০টি সাধারণ মেল এবং এক্সপ্রেস ট্রেনে এক হাজারটিরও বেশি জেনারেল কোচ যুক্ত করার লক্ষ্যের কথাও জানিয়েছে তারা। রেলের বক্তব্য, এর ফলে অতিরিক্ত একলক্ষ যাত্রী প্রতিদিন ট্রেনে সফর করতে পারবেন। এখানেই শেষ নয়। আগামী দু’বছরের মধ্যে বিভিন্ন ট্রেনে ১০ হাজারেরও বেশি নন-এসি কামরা যুক্ত করার ভাবনাও আছে রেলের।  অনেকের প্রশ্ন, তাহলে জেনারেল কামরা তুলে দিয়ে দূরপাল্লার ট্রেনে এসি ইকনমি কামরা জুড়ে দেওয়ার পরিকল্পনার কী হল? এই পরিকল্পনা কি বিশ বাঁও জলের তলায় চলে গিয়েছে? বেহাল কোষাগার এহেন সম্ভাবনা বাস্তবায়নের পথে মূল অন্তরায় কি না, তা নিয়েও শুরু হয়েছে চর্চা।
10h 10m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
20th     November,   2024
দিন পঞ্জিকা