দেশ

মোদি নন, জিততে বিজেপি-সেনার একমাত্র ভরসা সেই লক্ষ্মীর ভাণ্ডার

সমৃদ্ধ দত্ত, মুম্বই: সংবিধান কাকে বলে? কেমন দেখতে হয় মহিলা সংরক্ষণ বিল? জীবনে কী হেরফের হবে ওয়ান ইলেকশন হলে? অভিন্ন দেওয়ানি বিধির সঙ্গে ইলেকট্রিক বিলের সম্পর্ক কী? কাস্ট সেন্সাস যবে হবে তখন দেখা যাবে। এখন যে সব্জির বাজেট বেড়ে যাচ্ছে!
ভিড়ে ঠাসা ভীরার ফাস্ট অথবা কল্যাণ লোকাল থেকে চার্চগেট আর সিএসটিতে নেমেই মধ্যবিত্ত ঊর্ধশ্বাসে ছুটছে গন্তব্যে। আদি অনন্তকাল ধরে। এসবের মধ্যে কোথায় প্রচার। কার কানে যাচ্ছে কাকে ভোটে দিতে হবে সেই আহ্বান? মিছিল কোথায়? মিটিং কোথায়? ব্যানার কোথায়? পোস্টার কোথায়? দেওয়াল লিখন কোথায়? মুম্বই ছুটছে আর একটু বেশি আয়ের পিছনে। চিরকাল মধ্যবিত্ত মুম্বইয়ের সাধ্যের নাগালে থেকে গিয়েছে পছন্দসই লোকেশনে একটু মাথার উপর ছাদ। গত ১০ বছর যেন আরও সরে যাচ্ছে স্বপ্নের মুম্বইয়ের ঠিকানা। মধ্যবিত্ত সরে গিয়েছে বান্দ্রা, আন্ধেরি, মুলুন্দ  ও চেম্বুর থেকে। মধ্যবিত্ত মুম্বইকে মূল্যবৃদ্ধি ঠেলে নিয়ে গিয়েছে নভি মুম্বই। ভাসি। ভাসাই। থানে এক্সটেনশন। পানভেল এক্সটেনশন। 
অতএব মধ্যবিত্ত আর গরিব মুম্বইয়ের মনের দুঃখ একটাই। সংসার খরচ দ্বিগুণ-তিনগুণ হয়ে  গিয়েছে। বাড়ির দাম আর ভাড়ায় আগুন লেগেছে। আপাতভাবে মুম্বই শহর এবং শহরতলি দেখলে মনে হবে কোথায় নির্বাচন? কোনও হেলদোল নেই। কোনও ইস্যুই নেই এবার নির্বাচনে। বান্দ্রার শিবসেনা (উদ্ধব থ্যাকারে) সদর দপ্তরে বসে সাধারণ সম্পাদক আনন্দ দুবে বললেন, সম্পূর্ণ ভুল, মানুষ নির্লিপ্ত এমন মোটেও নয়। সব ক্ষোভ বুকে নিয়ে মুম্বই নিজের কাজে ব্যস্ত। এটাই মুম্বই। বিস্ফোরণ, সন্ত্রাস, সিরিয়াল ব্লাস্ট দাঙ্গা কিছুই শহরকে থামাতে পারেনি। কিন্তু মোদি সরকার ১০ বছর ধরে যে দাম সন্ত্রাস চালাচ্ছে, সেটা অবিস্মরণীয়। আমাদের কিছু করতেই হচ্ছে না এবার। মহারাষ্ট্রের মানুষ নাজেহাল জিনিসপত্রের দামে। সব জবাব পাওয়া যাবে ভোটে। আমরা ইন্ডিয়া জোট সবথেকে বেশি জোর দিচ্ছি মূল্যবৃদ্ধির উপর। আর হাতে হাতে ফল পাচ্ছি। মাত্র কয়েকমাস আগে কেন বিজেপি জোটকে মানুষ প্রত্যাখ্যান করল? মূল্যবৃদ্ধি আর বেকারত্ব।
লোকসভা ভোটে ধাক্কা দেখেই একনাথ সিন্ধে সম্ভবত বুঝেছেন যে, তাঁর গদি টলমল। তাই সব ইস্যুকে ছাপিয়ে লোকসভা ভোটের পরই মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছে মহারাষ্ট্রের লক্ষ্মীর ভাণ্ডার। লাডলি বহেনা যোজনা। ১৫০০ টাকা করে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে। শনিবার সন্ধ্যায়  কল্বাদেবীর মিছিল থেকে বিজেপি কর্মীদের দেখা গেল একটি প্যামফ্লেট বিলি করছে। যেখানে এক নম্বর কৃতিত্ব হিসেবে লেখা হয়েছে লাডলি বহেনা যোজনা। লোকসভা ভোটে মহারাষ্ট্রে নরেন্দ্র মোদির জোট যে ধাক্কা খেয়েছে, সেখানে নির্বাচনী ফল বিশ্লেষণ করে স্পষ্ট যে, মুসলিম এবং দলিত বিজেপি জোটের বিরুদ্ধে ভোট দিয়েছ। সেই প্রবণতার বদল হওয়ার কোনও কারণ ঘটেনি এবারও। অতএব এবারও ইন্ডিয়া জোট নিশ্চিতভাবে পাবে মুসলিম ও দলিত ভোট। রইল বাকি কী? বিজেপির ভরসা সেটাই। মহিলা ভোট। মোদি ফ্যাক্টর নন। রামমন্দির নয়। চন্দ্রযান নয়। মুম্বই জুড়ে বিজেপি এবং একনাথ সিন্ধের শিবসেনার প্রচারের একমাত্র অভিমুখ দেখা যাচ্ছে লাডলি বহেনা যোজনার ১৫০০ টাকা দেওয়া। মহারাষ্ট্রের খাদের কিনারায় দাঁড়ানো বিজেপি জোটের অন্তিম অস্ত্র লক্ষ্মীর ভাণ্ডার! কিন্তু কংগ্রেস সেই অস্ত্রও ভোঁতা করতে উদ্যত। বিজেপি সরকার দিচ্ছে ১৫০০ টাকা। ঘোষণা করেছে এবার জয়ী হলে ২১০০ টাকা দেওয়া হবে। কংগ্রেস বিজেপিকে প্রতিশ্রুতিকে নিলামে হারিয়েছে। ইস্তাহারে রাহুল গান্ধীর দল বলছে, আমরা ক্ষমতায় এলে ৩ হাজার টাকা দেওয়া হবে। দেশের সবথেকে ধনী রাজ্য দখলেও ভরসা লক্ষ্মীর ভাণ্ডারই! 
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৬.৬৭ টাকা১১০.৪৩ টাকা
ইউরো৮৮.২৪ টাকা৯১.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা