দেশ

উপত্যকায় জঙ্গিদের সঙ্গে জোড়া সংঘর্ষে শহিদ জওয়ান, জখম ৩

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর:  জম্মু-কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। এদিন দু’টি এলাকা থেকে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে কিশতওয়ারে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এক জওয়ান শহিদ হয়েছেন। জখম আরও তিন জন। এছাড়া শ্রীনগরের ইসবার থেকেও সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। যদিও হতাহতের কোনও খবর নেই।
দিন দুয়েক আগে কিশতওয়ার জেলায় দুই ভিলেজ ডিফেন্স গার্ডকে গুলি করে খুন করেছিল জঙ্গিরা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন সকাল ১১টা নাগাদ তাদের ঘাঁটিতে হানা দেয় যৌথবাহিনী। শুরু হয় সাঁড়াশি তল্লাশি। যার জেরে দুর্গম ওই জঙ্গলের মধ্যে আটকে পড়ে জঙ্গিরা। বিপদ বুঝে তারা গুলি চালালে শুরু হয় তীব্র লড়াই। তাতেই চার জওয়ান জখম হন। পরে তার মধ্যে মৃত্যু হয় এক জনের। ঘন জঙ্গলের মধ্যে তিন থেকে চারজন জঙ্গি লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল।
 গত ৮ নভেম্বর দুই ভিলেজ ডিফেন্স গার্ডকে তাঁদের গ্রামের বাড়ি থেকে অপহরণ করে একদল সশস্ত্র জঙ্গি। তারপর কুন্তওয়ারার জঙ্গলে নিয়ে গিয়ে তাদের গুলি করে খুন করে। জয়েশ-ই-মহম্মদের শাখা কাশ্মীর টাইগার্স এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। দুই ভিলেজ গার্ডের দেহ মিললেও জঙ্গিদের ধরা সম্ভব হয়নি। কিন্তু তক্কে তক্কে ছিল নিরাপত্তাবাহিনী। এদিন গোয়েন্দা সূত্রে কেশওয়ানে জঙ্গিদের খোঁজ মেলে। সকাল থেকেই শুরু হয়েছে গুলির লড়াই।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৬.৬৭ টাকা১১০.৪৩ টাকা
ইউরো৮৮.২৪ টাকা৯১.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা