দেশ

নলপুরে ট্রেন বেলাইনের জের: ৫ ঘণ্টা দেরিতে বন্দে ভারত, পুরী স্টেশনে চরম দুর্ভোগে যাত্রীরা

সৌরভ বড়াল, পুরী: সেকেন্দ্রাবাদ-শালিমার সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়ায় শনিবার হাওড়া থেকে নির্ধারিত সময়ে ছাড়ল না পুরীগামী বন্দে ভারত। একইভাবে পুরী থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসও ছাড়ে প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে। ট্রেন দেরিতে চলায় পুরী স্টেশনে চরম দুর্ভোগের শিকার হলেন যাত্রীরা। 
এদিন দুপুরে বন্দে ভারত এক্সপ্রেসে হাওড়া যাওয়ার জন্য নির্ধারিত সময়ে পুরী স্টেশনে এসে পৌঁছতে শুরু করেন যাত্রীরা। তখনই ঘোষণা হয়, দুর্ঘটনার জেরে হাওড়া থেকে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেস চার ঘণ্টার বেশি দেরিতে চলছে। ফলে দুপুর থেকে ঘণ্টার পর ঘণ্টা পুরী স্টেশনে বসে অপেক্ষা করতে হয় যাত্রীদের। পুরী স্টেশনে থাকা প্রথম শ্রেণির যাত্রী প্রতীক্ষালয়ে বসার সুযোগ পাননি ট্রেনের সকল যাত্রী। অগত্যা নিরুপায় হয়ে দীর্ঘক্ষণ পুরী স্টেশনে বিভিন্ন প্ল্যাটফর্ম চত্বরে ছড়িয়ে ছিটিয়ে বসে অপেক্ষা করেন যাত্রীরা। ট্রেনে মধ্যাহ্নভোজ দেওয়ার কথা ছিল যাত্রীদের। তাই অধিকাংশ যাত্রীই মধ্যাহ্নভোজ না করেই ট্রেন ধরার জন্য পুরী স্টেশনে এসে পৌঁছেছিলেন। ট্রেন না আসায় প্রায় দু’হাজার যাত্রী মধ্যাহ্নভোজ নিয়ে সমস্যায় পড়েন। তা নিয়ে রেলকর্মীদের কাছে বিক্ষোভ দেখান। পুরী স্টেশন কর্তৃপক্ষের তরফে যাত্রীদের জন্য ন্যূনতম কোনও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ যাত্রীদের। যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। 
পুরী স্টেশনের রেলের এক আধিকারিক যাত্রীদের সাফ জানিয়ে দেন, এতে তাঁদের কিছুই করার নেই। এমনকী তাঁরা যাত্রীদের খাবার দিতে অক্ষম বলেও স্বীকার করেন। এতে যাত্রীদের ক্ষোভ আরও বাড়ে। অপেক্ষারত বীরভূমের বাসিন্দা পার্থ দাস বলেন, ছোট বাচ্চা নিয়ে বন্দে ভারত এক্সপ্রেসে হাওড়া ফেরার কথা ছিল। সেখান থেকে ফের আরও একটি ট্রেন ধরার কথা ছিল। যার জন্য ট্রেনের আগাম রিজার্ভেশনও করা ছিল। এই ট্রেনটি চার ঘণ্টার বেশি লেট হওয়ায় হাওড়া থেকে যে ট্রেনের বুকিং করা ছিল সেই বুকিং বাতিল করতে হল। তাতে অনেক টাকা নষ্ট হয়েছে। পরিবার নিয়ে এই ট্রেনে যাত্রা করার কথা ছিল। আমরা জানতাম ট্রেনের মধ্যেই মধ্যাহ্নভোজ দেওয়া হবে। তাই কোনও খাবার ছাড়াই ট্রেন ধরতে  স্টেশনে এসেছি। এখানে শুনছি প্রায় চার ঘণ্টার বেশি লেট হবে এই ট্রেন। ছোট বাচ্চা এবং পরিবার নিয়ে চরম সমস্যায় পড়েছি। স্টেশনের কাছেপিঠে খাবারের দোকানও বিশেষ নেই। রেল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা করতে পারবে না বলে জানাল। 
রেল সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা পর এদিন সন্ধ্যা ৭টা নাগাদ হাওড়ার উদ্দেশে রওনা দেয় বন্দে ভারত। দক্ষিণ পূর্ব রেলের এক আধিকারিক বলেন, এটা ‌ইস্ট কোস্ট রেলওয়ের বিষয়।  
3d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৬.৬৭ টাকা১১০.৪৩ টাকা
ইউরো৮৮.২৪ টাকা৯১.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা