দেশ

সেনার অত্যাচারে জঙ্গি হতে চেয়েছিলেন, বিধানসভায় অকপট স্বীকারোক্তি এনসি বিধায়ক জামশেদ লোনের

শ্রীনগর: সেনার অত্যাচারে একটা সময় তিনি জঙ্গি হতে চেয়েছিলেন। কিন্তু একজন সেনাকর্তার সহানুভূতিপূর্ণ আচরণ তাঁর মত বদলে দিয়েছিল।  জম্মু ও কাশ্মীর বিধানসভায় দাঁড়িয়ে অকপটে একথা জানালেন নবনির্বাচিত বিধায়ক কাইজার জামশেদ লোন। প্রথমবার ন্যাশনাল কনফারেন্স (এনসি)-র টিকিটে লোলাব আসন থেকে বিধায়ক হয়েছেন ৩২ বছরের কাইজার। লেফটেন্যান্ট গর্ভনরের ভাষণের ধন্যবাদজ্ঞাপন বক্তৃতায় কাইজার তাঁর জীবনের কাহিনী তুলে ধরেন। তিনি তখন দশম শ্রেণির পড়ুয়া। সেইসময় তাঁকে এক অনভিপ্রেত ঘটনার মুখে পড়তে হয়েছিল।  
কাইজার ওই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন,  একদিন আচমকা তাঁদের এলাকায় সেনা অভিযান শুরু হয়। লোবাবে গোপন ডেরায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী। বেশ কয়েকজন যুবক জঙ্গি দলে যোগও দিয়েছিলেন। তাদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়। সন্দেহের বশে এলাকার ৩২ জন তরুণকে আটক করা হয়। ওই আটকদের মধ্যে ছিলেন কাইজারও। আটকদের জেরার মুখে পড়তে হয়। তারা পরস্পরকে চেনে কিনা, সেই প্রশ্ন করেন সেনার আধিকারিকরা। যে যুবক জঙ্গিদলে যোগ দিয়েছে, তাকে কাইজার চেনেন কিনা, তা জানতে চান এক সেনাকর্মী। উত্তরে ওই যুবককে তিনি চেনেন বলে জানাতেই শুরু হয় বেধড়ক মারধর।  
কাইজার জানান, ‘আমাকে প্রশ্ন করা হয়েছিল, তল্লাশি চলার সময় ওই যুবক কোথায় ছিল? জানি না জানাতেই ফের মার শুরু হয়।’ এই জেরা ও মারধর যখন চলছিল, তখন সেখানে আসেন সেনার এক পদস্থ আধিকারিক।  তিনি কাইজারকে প্রশ্ন করেছিলেন, ‘বড় হয়ে কী হতে চাও?’ উত্তরে কাইজার সটান জানিয়ে দেন, ‘জঙ্গি হতে চাই।’ দশম শ্রেণির এক কিশোরের এমন জবাব শুনে অবাক হন ওই সেনা আধিকারিক। তাই এই সিদ্ধান্তের কারণ জানতে চান তিনি। জবাবে কাইজার বলেন,  ‘সেনারা ভীষণ অত্যাচার করে। আমার উপরেও অত্যাচার হয়েছে। সেই অত্যাচার থেকেই জঙ্গি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ 
একজন কিশোরের এমন মনোভাব গড়ে ওঠার জন্য অধস্তন সেনাকর্মীকে ধমক দিয়েছিলেন ওই সেনা কর্তা। একজন কিশোরের প্রতি তাঁর ওই সহানুভূতি  কাইজারকে বুঝিয়েছিল, সকলে খারাপ নন। সিস্টেমের প্রতি আস্থা ফিরে আসে তাঁর। পরে তিনি জানতে পেরেছিলেন আটক ৩২ জন যুবকের মধ্যে ২৭ জন জঙ্গি দলে যোগ দিয়েছে।  
3d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৬.৬৭ টাকা১১০.৪৩ টাকা
ইউরো৮৮.২৪ টাকা৯১.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা