দেশ

ঝাড়খণ্ডে ভোটের আগে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবের বাড়িতে তল্লাশি

রাঁচি: বিধানসভা নির্বাচনের ঠিক আগে ঝাড়খণ্ডে কেন্দ্রীয় এজেন্সির তত্পরতা! শনিবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ব্যক্তিগত সচিব সুনীল শ্রীবাস্তবের বাড়িতে তল্লাশি চালাল আয়কর দপ্তর। সুনীলের বিরুদ্ধে কর ফাঁকি সংক্রান্ত অভিযোগ রয়েছে বলে আয়কর দপ্তর সূত্রে দাবি। এদিন সকাল থেকে রাঁচি ও জামশেদপুরের মোট নয়টি জায়গায় তল্লাশি চালানো হয়। আয়কর দপ্তরের কর্মীদের সঙ্গে ছিলেন সিআরপিএফ জওয়ানরা। ভোটের মুখে এই হানা নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব ‘ইন্ডিয়া’। তারা বলেছে, হারের ভয়েই বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে বিরোধীদের উপর চাপ তৈরি করতে চাইছে। 
সূত্রের খবর, ঝাড়খণ্ডে বেআইনি মদ বিক্রি ও অবৈধ খাদান নিয়ে সম্প্রতি ইডি ও সিবিআই তদন্ত শুরু করেছে। সেই তদন্তের সূত্র ধরেই এদিন আয়কর দপ্তর তল্লাশি চালায়। ইন্ডিয়া শিবিরের বক্তব্য, বিরোধী শাসিত রাজ্যে ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সিগুলির তৎপরতা নতুন কিছু নয়। বিজেপি এভাবেই রাজনৈতিক স্বার্থে ইডি, সিবিআই ও আয়করের মতো এজেন্সিগুলির অপব্যবহার করে। কংগ্রেস নেতা রাকেশ সিনহা বলেছেন, বিজেপি এভাবে বিরোধী নেতাদের উপর চাপ তৈরি করতে চায়। ওদের উদ্দেশ্য সফল হবে না। এর আগে জমি দুর্নীতি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছিল ইডি। পরে তাঁকে জামিন দেয় হাইকোর্ট। 
যদিও এদিনের আয়কর অভিযানের সঙ্গে ভোটের যোগসূত্র মানতে নারাজ বিজেপি। দলের মুখপাত্র প্রতুল শাহদেও বলেন, ‘আমি বুঝতে পারিছ না কেন রাজ্যের শাসক জোট এই তল্লাশির সঙ্গে নির্বাচনকে জুড়তে চাইছে। আয়কর দপ্তর সরকারিভাবে কী বলছে, তার জন্য ওদের অপেক্ষা করা উচিত।
25d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা